ওয়াটারপ্রুফ ফিচার এবং কম দামে বাজেট ফ্রেন্ডলি বেস্ট 5 স্মার্টফোন

ওয়াটারপ্রুফ ফিচার এবং কম দামে বাজেট ফ্রেন্ডলি বেস্ট 5 স্মার্টফোন
HIGHLIGHTS

বেস্ট ওয়াটারপ্রুফ ফিচার সমেত কয়েকটি স্মার্টফোনের লিস্ট

ওয়াটারপ্রুফ স্মার্টফোনের লিস্টে রয়েছে Mi 11, Samsung Galaxy, iPhone SE, Galaxy A72

আপনার সাধের স্মার্টফোনটিতে বৃষ্টির জল ঢুকল, তাহলেই ষোলো কলা পূর্ণ

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আমরা সবাই কিনতে চাই। ভালো ক্যামেরা ফিচার, ডিসপ্লে, উন্নতমানের প্রসেসরসমেত হ্যান্ডসেটের চাহিদা প্রচুর। তবে এর সঙ্গে আরও একটি চাহিদা টেক মার্কেটে মাথাচাড়া দিয়ে উঠেছে তা হল স্মার্টফোনের ওয়াটারপ্রুফিং ফিচার। আজকালের এই ঘন ঘন ওয়েদার চেঞ্জে কেবল প্ল্যাস্টিক কভার দিয়ে ফোনকে বাঁচানো যায় না। আজ আপনাদের জন্য আমরা বেস্ট ওয়াটারপ্রুফিং ফিচার সমেত কয়েকটি স্মার্টফোনের সন্ধান এনেছি। যেগুলি এক্কেবারে বাজেট ফ্রেন্ডলি হ্যান্ডসেটের মধ্যেও পড়ছে। আসুন দেখে নেওয়া যাক-

Mi 11X Pro

Mi 11X Pro স্মার্টফোন মডেলে রয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলয়েড ডিসপ্লে। এই মডেলের ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এই হ্যান্ডসেটে রয়েছে IP53 ফিচার যা ধুলো, জলের হাত থেকে মোবাইলকে রক্ষা করে। এই স্মার্টফোনে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো সেন্সর। এই মডেলে প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 888। এছাড়া স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ। Mi 11X Pro  মডেল কেনা যাবে 40,000 টাকার মধ্যে।

Samsung Galaxy S20 FE

Samsung Galaxy S20 FE স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি অ্যামোলয়েড ডিসপ্লে। এই মডেলের রিফ্রেশ রেট  120Hz । এই মোবাইলে রয়েছে  IP68 সেফটি ফিচার। যা এই স্মার্টফোনকে জল ও ধুলো-বালির হাত থেকে রক্ষা করবে। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে রয়েছে প্রসেসর হিসেবে  Exynos 990 চিপসেট। এই হ্যান্ডসেটে  স্টোরেজ ফিচার হিসেবে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

Apple iPhone SE 2020

Apple iPhone SE 2020 স্মার্টফোনে রয়েছে 4.7 ইঞ্চি ডিসপ্লে। এই স্মার্টফোনে রয়েছে IP67 সার্টিফিকেট, যা  জলের নীচে এক মিটার পর্যন্ত অবস্থানে  কিছুটা  সময়ের জন্য স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে। এই অ্যাপেলের স্মার্টফোনে রয়েছে 12MP ব্যাক ক্যামেরা এবং 7MP সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে 13 বায়োনিক চিপ। Apple iPhone SE 2020 হ্যান্ডসেটে স্টোরেজ হিসেবে রয়েছে  3GB RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। 

Samsung Galaxy A72

Samsung Galaxy A72 স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চি অ্যামোলয়েড স্ক্রিন। এই ফোনে ওয়াটারপ্রুফিং ফিচার থাকলেও, মডেলটি খুব একটি শক্তিশালী নয়। মোবাইলটিতে রয়েছে IP67 সার্টিফিকেশন। এই হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই মোবাইলে পাওয়া যাচ্ছে  64MP প্রাইমারি ক্যামেরা সহ  32MP ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 720 চিপসেট । এছাড়া স্টোরেজ হিসেবে মিলছে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।

Oppo Reno 5 Pro

এই Reno 5 Pro মডেলে রয়েছে 6.55 ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন। এই স্মার্টফোনে রয়েছে IPX4 4 সার্টিফিকেশন। যার অর্থ এই যে মডেলটি চারিদিক থেকেই স্মার্টফোনে ঢুকে পড়া জলকে আটকাতে পারবে। এই স্মার্টফোনে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা সেটআপ। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+। এই হ্যান্ডসেটে স্টোরেজ ফিচার হিসেবে রয়েছে 12GB RAM এবং 256GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo