15 হাজারের সস্তা সেরা 5G phone ডিল, Amazon গ্রেট সামার সেলে দেদার ছাড় রিয়েলমি, মটোরোলা, ওপ্পো ফোনে

15 হাজারের সস্তা সেরা 5G phone ডিল, Amazon গ্রেট সামার সেলে দেদার ছাড় রিয়েলমি, মটোরোলা, ওপ্পো ফোনে

Amazon Great Summer Sale চলছে 1 মে থেকে। সমস্ত গ্রাহকরা বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার জন্য 15 হাজার টাকার বাজেটে নতুন 5G Phone কেনার কথা ভাবছেন তবে সেলে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। Amazon সাইটে কম দামের পাশাপাশি, কুপন অফার এবং ব্যাঙ্ক অফারের আওতায় ডিল পাওয়া যাবে। আসুন 15 হাজারে আসা সেরা ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon Great Summer Sale: 15 হাজারের কম সেরা 5G Smartphones ডিল

গ্রেট সামার সেল চলাকালীন রিয়েলমি নারজো 80এক্স 5জি ফোনটি 13,298 টাকায় লিস্ট করা। কোম্পানি এতে 1500 টাকার কুপর অফার দিচ্ছে। যার পরে 11,798 টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে এই ফোনে 6000mAh ব্যাটারি এবং Dimensity 6400 5G চিপসেট মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: Amazon Summer Sale এ iPhone 15 ফোনের দাম একধাপে হল অনেক সস্তা, 10 হাজার টাকা কম দামে কেনার সুযোগ

Motorola G45 5G Phone

মোটো জি45 ফোনটি অ্যামাজন সাইটে 12,322 টাকায় লিস্ট করা হয়েছে। এই ফোনে 750 টাকার HDFC কার্ড পেমেন্টে ছাড় অফার পাওয়া যাবে।

ওপ্পো কে12এক্স 5জি ফোনটি অ্যামাজন সাইটে 27 শতাংশ ছাড়ের সাথে 12,390 টাকায় লিস্ট করা। এই দামে ফোনের 6GB RAM সহ 128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া এতে HDFC কার্ড পেমেন্টে 750 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে 5100mAh সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া।

ভিভো কোম্পানির এই ফোনটি অ্যামাজন গ্রেট সামার সেলে 11,655 টাকা দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। এছাড়া গ্রাহকরা HDFC কার্ড পেমেন্ট অতিরিক্ত ছাড় পেতে পারেন।

আইকিউ জি10এক্স 5জি ফোনের 6GB মডেলটি 13,499 টাকা দামে লিস্ট করা। ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনে 250 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফিচার হিসেবে এই ফোনে 6500mAh ব্যাটারি, Dimensity 7300 প্রসেসর মতো ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: 50MP অটোফোকস সেলফি ক্যামেরা সহ Vivo T3 Ultra ফোনের দাম কমল, এখন এত টাকা সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo