এক ধাক্কায় ৩০০০ টাকা দাম কমল Asus ROG Phone 3 ফোনের, রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর

এক ধাক্কায় ৩০০০ টাকা দাম কমল Asus ROG Phone 3 ফোনের, রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর
HIGHLIGHTS

Asus ROG Phone 3 ফোনের নতুন দাম 46,999 টাকা। এই দামে আপনি পাবেন 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট

Asus ROG Phone 3 স্মার্টফোনের দাম ৩০০০ টাকার কমিয়ে দেওয়া হয়েছে

Asus ROG Phone 3-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, এতে 64 মেগাপিক্সেলের সনি IMX686 সেন্সর

Asus ROG Phone 3 স্মার্টফোনের দাম ৩০০০ টাকার কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের দাম স্থায়ীভাবে কমানো হয়েছে। দাম কম হওয়ার পরে Asus ROG Phone 3 স্মার্টফোন 46,999 টাকায় কেনা যাবে। Asus ROG Phone 3 ফোনটি ভারতে 49,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। পাশাপাশি আপনি যদি Axix Bank কার্ড থেকে কিনে থাকেন তবে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে Asus ROG Phone 3 ফোনে।

Asus ROG Phone 3 এর নতুন দাম

Asus ROG Phone 3 ফোনের নতুন দাম 46,999 টাকা। এই দামে আপনি পাবেন 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। পাশাপাশি ফোনের 12 জিবি র‌্যামের সাথে 256 জিবি স্টোরেজে মডেল 54,999 টাকায় কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে নতুন দামে কেনা যাবে Asus ROG Phone 3। কালো রঙে বিক্রি করা হবে এই ফোন।

Asus ROG Phone 3 স্পেসিফিকেশন

Asus ROG Phone 3 স্মার্টফোনে রয়েছে 6.59-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল। এছাড়া ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। পাশাপাশি ব্যবহারকারীরা এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ প্রসেসরের সপোর্ট পাবেন, যা অ্যাড্রেনো 650 জিপিইউ-র সাথে আসে। এছাড়া এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 10 এর উপর ভিত্তি করে রোগ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Asus ROG Phone 3 ক্যামেরা

ক্যামেরার কথা বললে Asus ROG Phone 3-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, এতে 64 মেগাপিক্সেলের সনি IMX686 সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়াও, এই গেমিং স্মার্টফোনে একটি 24-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Asus ROG Phone 3 কনেক্টিভিটি এবং ব্যাটারি

কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোনে কনেক্টিভিটির জন্য় 5G, 4G LTE, ওয়াই-ফাই 6, ব্লুটুথ ভার্সন 5.1, জিপিএস, NavIC এবং ইউএসবি পোর্ট টাইপ-সি এর মতো ফিচার সরবরাহ করেছে। এর পাশাপাশি ব্যবহারকারীরা ROG Phone 3-তে 6000 এমএএইচ ব্যাটারি পেয়েছে, এটি 30 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত রয়েছে। সাথে এই স্মার্টফোনটির ওজন 240 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo