ASUS ROG PHONE 2 র স্পেসিফিকেশান লিক হয়েছে, একটি বড় ব্যাটারির সঙ্গে আসবে

ASUS ROG PHONE 2 র স্পেসিফিকেশান লিক হয়েছে, একটি বড় ব্যাটারির সঙ্গে আসবে
HIGHLIGHTS

TENAA লিস্টিংয়ে ফোনটি সম্প্রতি দেখা গেছে

ফোনটি চিনে 23 জুলাই লঞ্চ করা হবে

সবে জানা গেছে যে তাইওয়ানের স্মার্টফোন কোম্পানি আসুস রতাদের ফোনের ওপরে কাজ করছে। আর আপনাদের বলে রাখি যে কিছু দিন আগে এই ফোনটি আসুস ROG 2 র ওপরে তারা কাজ করছে বলে জানা গেছিল। আর এটি কোম্পানির ROG সিরিজের দ্বিতীয় ফোন হবে।

আপনাদের জানিয়ে রাখি যে চিনে 23 জুলাই এই ফোনটি লঞ্চ করা হবে। আর এই ফোনটি লঞ্চের আগে ফোনের বিষয়ে অনেক কিছু জানা গফেছে। এই ফোনের ডিজাইনের বিষয়ে তো অনেক কিছু জানা গেছে। আর এবার এই ফোনের কিছু স্পেক্সও লিক হয়েছে।

আমরা যদি TENAA র লিস্টিংয়ের বিষয়ে বলি তবে এই ফোনটি এখানে দেখা গেছে আর এই ফোনটিতে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। আর এই ফোনে কোম্পানি একটি 6.59 ইঞ্চির স্ক্রিন দেবে। আর এই ফোনে আপনারা আর কি পাবেন তা এখনও জানা জায়নি।

আর এর আগের ফোনে আপনারা একটি OLED প্যানেল পেয়েছিলেন আর এই ফোনেও সেই একই রকমের প্যানেল থাকতে পারে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা একটি OLED স্ক্রিন আর 120Hz রিফ্রেশ রেটে পাবেন।

আর এর সঙ্গে এই ফোনে 5800mAh য়ের ব্যাটারি থাকবে। আর ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে আসতে পারে আর এই ফোনটি প্রথম এই চিপসেটের সঙ্গে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo