আজ আসছে Apple এর সস্তা iPhone SE 4, এই দামে হতে পারে লঞ্চ, জানুন ফিচার কী থাকবে

আজ আসছে Apple এর সস্তা iPhone SE 4, এই দামে হতে পারে লঞ্চ, জানুন ফিচার কী থাকবে
HIGHLIGHTS

Apple তার নতুন সস্তা iPhone SE 4 মডেল আজ 19 ফেব্রুয়ারি একটি ইভেন্টে লঞ্চ করতে চলেছে

এই ডিভাইসে গত SE মডেলের মতো Touch ID এর বদলে Face ID দেওয়া হবে

আইফোনে এসই 4 ফোনে সবচেয়ে বড় বদল ডিজাইনে দেখা যাবে

টেক জয়েন্ট কোম্পানি Apple তার নতুন সস্তা iPhone SE 4 মডেল আজ 19 ফেব্রুয়ারি একটি ইভেন্টে লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোন অ্যাপল এর একটি সস্তা আইফোন ডিভাইস হবে। আপকামিং আইফোন ডিভাইসটি আপগ্রেড প্রিমিয়াম ফিনিশ সহ ডিজাইন, OLED ডিসপ্লে, অ্যাপল এর নিজস্ব 5G মডেম এবং পাওয়ারফুল A18 চিপসেট দেওয়া হবে।

এই ডিভাইসে গত SE মডেলের মতো Touch ID এর বদলে Face ID দেওয়া হবে। এছাড়া এতে Apple Intelligence ফিচার সাপোর্টও পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Jio এর এই সস্তা প্ল্যানে বিনামূল্যে মিলবে JioHotstar সাবস্ক্রিপশন, 84 দিন পর্যন্ত মিলবে 2 জিবি ডেটা, কলিং এবং অনেক কিছু

কবে হবে লঞ্চ ইভেন্ট লাইভ?

অ্যাপল ইভেন্ট আজ 19 ফেব্রুয়ারি 10AM PT (প্যাসিফিক টাইম) থেকে শুরু হবে। সেই হিসেবে ভারতে রাত 11.30 টায় এটি লাইভ দেখা যাবে। অ্যাপল ওয়েবসাইট এর পাশাপাশি কোম্পানির ইউটিউব চ্যানেল এবং বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইভ দেখা যাবে। বলে দি যে ইভেন্টে একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে।

iPhone SE 4 may launch in February know expected price and features

iPhone SE 4 ফোনে কী স্পেসিফিকেশন থাকবে

লিক এবং রিপোর্ট অনুযায়ী নতুন আইফোনে এসই 4 ফোনে সবচেয়ে বড় বদল ডিজাইনে দেখা যাবে। ফোনে পাতলা বেজল সহ Face ID সাপোর্ট দেওয়া হবে। আইফোনে এসই 4 ডিভাইসে 6.1-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের ক্যামেরাতেও আপগ্রেড পাওয়া যাবে। আইফোন এসই 4 এর ব্যাক প্যানেল 48MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

নতুন ডিভাইসে ভাল পারফরম্যান্সের জন্য A18 প্রসেসর দেওয়া হবে। একই প্রোসেসর লেটেস্ট আইফোন 16 সিরিজেও দেওয়া হয়েছে।

কত দাম হবে আইফোনে এসই 4 ফোনের দাম

লিক থেকে জানা গেছে যে আইফোনে এসই 4 ফোনটি আমেরিকার বাজারে 500 ডলার এর কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। যদি এমনটি হয় তবে ভারতীয় বাজারে এই ফোনের দাম 50,000 টাকার কাছাকাছি হতে পারে।

আরও পড়ুন: Nothing Phone 3a, 3a Pro: স্বল্প দামে অত্যাধুনিক ক্যামেরার ম্যাজিক ও পারফরম্যান্সের ঝড় তুলতে আসছে নাথিং-এর নতুন সিরিজ! ফিচারে রয়েছে…

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo