ভারতে শুরু হল iPhone 12 Mini, iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার, দেখে নিন কী কী থাকছে অফার

ভারতে শুরু হল iPhone 12 Mini, iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার, দেখে নিন কী কী থাকছে অফার
HIGHLIGHTS

13 নভেম্বর থেকে 3500 রিটেল লোকেশনে পাওয়া যাবে Apple iPhone 12 Pro Max এবং iPhone 12 Mini

6 নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে Apple-এর iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার

Apple retailer India iStore-র দামের তালিকা অনুযায়ী, এর পাশাপাশি, HDFC ক্রেডিট কার্ড দিয়ে iPhone 12 Mini কিনলে ৬০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে

গত সপ্তাহে ভারতে শুরু হয়ে গিয়েছে iPhone 12 ও iPhone 12 Pro। প্রি-অর্ডার শুরু হয়েছিল ২৩ অক্টোবর থেকে। এবার 6 নভেম্বর অর্থাৎ থেকে শুরু হচ্ছে Apple-এর iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার। দুটি ফোনই আজ সন্ধ্যা সাড়ে ছ'টা থেকেই Flipkart, Amazon, Apple India Online স্টোর থেকে প্রি-অর্ডার করা যাবে।

13 নভেম্বর থেকে 3500 রিটেল লোকেশনে পাওয়া যাবে Apple iPhone 12 Pro Max এবং iPhone 12 Mini। তবে আসুন জেনে নেওয়া যাক নতুন আইফোন মডেলের দার এবং লঞ্চ অফার সম্পর্কে সব কিছু…

iPhone 12 সিরিজের দাম

  • iPhone 12 Mini ৬৪ জিবি: 69,900 টাকা, ১২৮ জিবি: 74,900 টাকা, ২৫৬ জিবি: 84,900 টাকা
  • iPhone 12 Pro Max– ১২৮ জিবি: 1,29,900 টাকা, ২৫৬ জিবি: 1,39,900 টাকা, ৫১২ জিবি: 1,59,900 টাকা

Apple iPhone 12 Mini এবং iPhone 12 Pro Max এর স্পেসিফিকেশন এবং ফিচার

iPhone 12 Mini ফোনে একটি ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে পাওয়া যাবে। ফোনে একটি OLED প্যানেল ব্যবহার করা হয়েছে যা FHD+ পিক্সেল রেজোলিউশন সহ আসে। এছাড়া ফোনে একটি নচ কটআউটও দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনে আপনি পাবেন HDR সর্টিফিকেশন পাওয়া যাবে। এটি ট্রু টোন ডিসপ্লে এবং ওয়াইড DCI-P3 রঙে গামমুট রেঞ্জ সপোর্ট করে, যা আপনাকে ১২০০ নিট্স এর সর্বোচ্চ ব্রাইটনেস দিতে সক্ষম হবে।

iPhone 12 Mini ফোনেই আপনি IP68 রেটিং পেয়ে যা ফোনকে জল ও ধুল থেকে প্রতিরোধ করবে। অর্থাৎ এই ফোনটি ৬ মিটার পর্যন্ত গভির জলে ৩০ মিনিট পর্যন্ত রাখা যেতে পারে।

ক্যামেরার কথা যদি বলি তবে iPhone 12 mini মোবাইল ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। এই ক্যামেরাগুলিতে আপনি ১২ মেগাপিক্সেল প্রাথমিক এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা পাবেন। এগুলি ছাড়াও যদি আমরা ফ্রন্ট ক্যামেরাটির বিষয়ে কথা বলি তবে বলে দি যে এই ফোনে আপনি একটি ১২ মেগাপিক্সেল ফেসআইডি সেলফি ক্যামেরা পাবেন।

iPhone 12 Pro Max-এর পিছনে একটি নতুন লিডার সেন্সর রয়েছে – মার্চ মাসে iPad Pro-তে প্রথমবার এই নতুন প্রযুক্তি বাজারে আনা হয়েছিল। নতুন ডিজাইন করা iPhone 12 মডেলগুলি একটি অত্যাশ্চর্য, টু-এজ-এজ সুপার রেটিনা XDR ডিসপ্লে নিয়ে আসে। এতে আছে ডলবি ভিশন ও এইচডিআর ১০। আইফোন ১২ প্রো ম্যাক্সের ক্যামেরা আরও উন্নত। এই মডেলে ‘প্রো-লেভেল’ ক্যামেরা পাওয়া যাবে। এই প্রথম আইফোনে এইচডিআর ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। ডলবি ভিশন এইচডিআরে ভিডিও রেকর্ড করা যাবে এবং ছবি ও ভিডিও এডিট করা যাবে।

কী কী অফার থাকছে iPhone 12 mini এবং iPhone 12 Pro max

6,000 এবং 6 মাসের নগদ নগদ নো কোস্ট EMI এইচডিএফসি ক্রেডিট কার্ডের সাথে আইফোন 12 মিনি কেনার মতো অফার পাচ্ছে। আইফোন 12 প্রো ম্যাক্স ব্যবহারকারীরা 6 মাসের জন্য 5000 টাকার নগদব্যাক এবং নো কোস্ট ইএমআই নিতে পারবেন।

এইচডিএফসি ডেবিট কার্ড ব্যবহারকারীরা আইফোন 12 মিনি এবং আইফোন 12 প্রো ম্যাক্স কিনতে 1,500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন।

Digit.in
Logo
Digit.in
Logo