চৈত্র নবরাত্রিতে iPhone 11-তে দুর্ধর্ষ ছাড়! 43,900 টাকার ফোন 12,999-তে কিনুন এখান থেকে, দেখুন অফার

চৈত্র নবরাত্রিতে iPhone 11-তে দুর্ধর্ষ ছাড়! 43,900 টাকার ফোন 12,999-তে কিনুন এখান থেকে, দেখুন অফার
HIGHLIGHTS

চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে iPhone 11 -এর উপর মিলছে দারুন ছাড়

যদিও iPhone 14 আসার পর এটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে

এখন Flipkart -এ ব্যাপক ছাড় মিলছে এটির উপর

iPhone 11 বোধহয় এখন সব থেকে কম দামে কেনা যাচ্ছে। Flipkart -এ এখন এই ফোনের উপর মিলছে দারুন ছাড়। চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে এই ফাটাফাটি ছাড় মিলছে Apple -এর এই ফোনটিতে। 2019 সালে লঞ্চ করেছিল iPhone 11। এবং এখনও পর্যন্ত এটি সব থেকে বেশি বিক্রিত iPhone মডেল। এই ফোনে আছে 6.1 ইঞ্চির একটি লিকুইড রেটিনা HD ডিসপ্লে। এখানে আছে A13 বায়োনিক চিপসেট। গ্রাহকরা এখানে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা। 

iPhone 11 -এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানির তরফে মনে করা হয়েছে এটির কারণেই নাকি iPhone SE 3 5G -এর বিক্রি কম হচ্ছে। এটি অন্যতম সহজলভ্য প্রিমিয়াম স্মার্টফোন। Flipkart Big Billion Days Sale বলুন কিংবা Amazon Great Indian Festival Sale সবেতেই এটি গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। তাই আপনি যদি এই প্রিমিয়াম ফোনটিকে দারুন সস্তায় কিনতে চান এটা আপনার জন্য সুবর্ন সুযোগ। চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে Flipkart -এ এখন iPhone 11 কিনতে পাওয়া যাচ্ছে মাত্র 12,999 টাকায়। 

iPhone 11 এর উপর অফার

Apple- এর iPhone 11 এখন Flipkart এ 2,901 টাকা ছাড় দেওয়ার পর হয়েছে 40,999 টাকা। ব্যাংক অব বরোদা এবং IDFC ফার্স্ট ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করলে পাবেন 1,000 টাকা পর্যন্ত ছাড়। ফলে তখন এই ফোনের দাম কমে হবে 39,999 টাকা। এছাড়া এখন এটির উপর মিলছে 27,000 টাকার এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদলে এই ফোন কিনলে আপনি এত টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনার ফোনের অবস্থা ভালো হতে হবে। 

offers on iPhone 11 on flipkart

ফলে 39,999 থেকে যদি 27,000 টাকা কমে তাহলে ফোনটির দাম হয়ে দাঁড়াবে 12,999 টাকা মাত্র! মোট 30,901 টাকার ছাড় মিলছে। এখনও পর্যন্ত এটি iPhone -এর অন্যতম জনপ্রিয় মডেল। কিন্তু iPhone 14 সিরিজ আসার পর এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। iPhone 11 হল এই সিরিজের বেস মডেলে। এটার সঙ্গে আরও আছে iPhone 11 Pro, iPhone 11 Pro Max। উৎপাদন বন্ধ হলেও এই ফোনটি একাধিক E-commerce সাইট থেকে এমন যাচ্ছে। ফোনের কোনও সমস্যা হলে এখনও এটিকে Apple store থেকে সারানো যাবে বা Apple -এর সাহায্য পাওয়া যাবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo