iPhone 13 সিরিজ লঞ্চের পরেই Apple বন্ধ করল iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max মডেল

iPhone 13 সিরিজ লঞ্চের পরেই Apple বন্ধ করল iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max মডেল
HIGHLIGHTS

14 সেপ্টেম্বর Apple ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করেছে একাধিক নতুন ডিভাইস

iPhone 12 Pro ও iPhone 12 Pro Max মডেলকে ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে

iPhone 13 স্মার্টফোনের 128GB বেস-ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে

গত 14 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে Apple একাধিক নতুন ডিভাইস লঞ্চ করেছে। Cupertino-giant নিয়ে এসেছে নতুন iPhone 13 series, Apple Watch 7 সিরিজ, iPad 9th জেনারেশন এবং নতুন iPad mini ডিভাইস। নতুন এই ডিভাইস লঞ্চের পর থেকে iPhone 12 ও iPhone 11 স্মার্টফোনের অস্তিত্ব প্রায় মুছে গিয়েছে। এমনকি অ্যাপেল ব্র্যান্ড iPhone 12 Pro ও iPhone 12 Pro Max মডেলকে তুলে নিয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে Apple সংস্থার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে iPhone 12 Pro ও iPhone 12 Pro Max স্মার্টফোন।

The MacRumours রিপোর্টে বলা হয়েছে যে iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ডিভাইসের অস্তিত্ব অ্যাপেলের অফিসিয়াল সাইট থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এমনটা যে এই প্রথম ঘটছে তা নয়। এর আগেও অ্যাপেল iPhone 12 সিরিজ লঞ্চের সময়ে iPhone 11 এবং iPhone 11 Pro Max মডেলকে তুলে নিয়েছিল সাইট থেকে।

iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ডিভাইস ই-কমার্স ওয়েবসাইটে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতন পাওয়া যাবে। তবে এখন অ্যাপেলের ওয়েবসাইটে যেসমস্ত আইফোন পাওয়া যাবে তা হল- iPhone SE, iPhone 11, iPhone 12 mini, iPhone 12, iPhone 13, iPhone 13 Pro Max।

গ্লোবাল মার্কেটে অ্যাপেল iPhone 12 মডেলের দাম কমিয়ে দিয়েছে। iPhone 12 ডিভাইসের 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চের সময় কিনতে হতো- 79,900 টাকা দিয়ে। তবে এই মডেল এখন কেনা যাবে 65,900 টাকায়। অন্যদিকে iPhone 12 স্মার্টফোনের 128GB ভ্যারিয়েন্টের দাম কমেছে। আগে এই ভ্যারিয়েন্ট মডেল পাওয়া যেত 84,900 টাকায়। এখন দাম কমে হয়েছে 70,900 টাকা। 256GB ভ্যারিয়েন্টের iPhone 12 ডিভাইসের দাম কমে হয়েছে 80,900 টাকা।

নতুন iPhone 13 মডেলে ডিজাইনের তেমন কিছু না বদলালেও ক্যামেরাশেপের বদল ঘটেছে  ডায়গোনালভাবে। এছাড়াও iPhone 13 সিরিজের ডিভাইসগুলিতে রয়েছে আরও শক্তিশালি ইনসাইটসমেত আরও অনেক  মজাদার ফিচার। নতুন সিরিজের ফোনে পাওয়া যাবে সিনেম্যাটিক মোড যা ফিল্মমেকিংয়ের জন্য উপযুক্ত।

iPhone 13 ডিভাইসে মিলবে আরও উন্নতমানের ব্যাটারিফিচার। অ্যাপেল সংস্থা জানিয়েছে যে এই নতুন iPhone 13 মোবাইলে রয়েছে iPhone 12 মডেলের তুলনায় টানা 2.5 ঘণ্টার বেশি লম্বা ব্যাটারি লাইফ।

iPhone 13 স্মার্টফোনের 128GB বেস-ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। অন্যদিকে 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 89,900 টাকায়। 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলের দাম পড়বে 109, 900 টাকা।

Digit.in
Logo
Digit.in
Logo