Amazon Prime Day 2025 Sale: 40 শতাংশ পর্যন্ত সস্তায় প্রাইম ডে সেলে কেনা যাবে স্মার্টফোন, জানুন কোন কোন ফোন থাকছে লিস্টে
Amazon Prime Day 2025 Sale এর তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে
অ্যামাজনে প্রাইম ডে সেল ২০২৫ আগামী 12 জুলাই রাত 12টায় শুরু হবে যা 14 জুলাই রাত 11.59টা পর্যন্ত চলবে
অ্যামাজন প্রাইম ডে সেলে, প্রিমিয়াম রেঞ্জের বাজেট স্মার্টফোনে ছাড় এবং অফার দেখা যাবে
Amazon Prime Day 2025 Sale এর তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রাইম ডে সেল চলাকালীন অ্যামাজন সাইটে স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স এবং পার্সোনাল কম্পিউটিং-এর উপর ছাড় পাওয়া যাবে। বলে দি যে এই সেলের সুবিধা শুধুমাত্র অ্যামাজন প্রাইম ব্যবহারকারীরা পাবেন। এখানে ব্যাঙ্ক ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ডিল এবং অফারও দেওয়া হবে।
Surveyঅ্যামাজন এই সেল চলাকালীন পাওয়া ডিলগুলিও প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক অ্যামাজন প্রাইম ডে সেল সম্পর্কে।
কবে শুরু হচ্ছে Amazon Prime Day 2025 Sale

অ্যামাজনে প্রাইম ডে সেল ২০২৫ আগামী 12 জুলাই রাত 12টায় শুরু হবে যা 14 জুলাই রাত 11.59টা পর্যন্ত চলবে। তিন দিন পর্যন্ত চলা এই সেলে ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড, SBI ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এই সেলের অফারের সুবিধা পেতে আপনাকে 299 টাকার অ্যামাজনে প্রাইমের সাবস্ক্রিপশন কিনতে হবে।
কোন স্মার্টফোনে কী ডিল পাওয়া যাবে?
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। অ্যামাজন প্রাইম ডে সেলে, প্রিমিয়াম রেঞ্জের বাজেট স্মার্টফোনে ছাড় এবং অফার দেখা যাবে। এর মধ্যে রয়েছে Lava Storm Lite, Storm Play, iQOO Z10 Lite 5G, Realme Narzo 80 Lite 5G, Realme Narzo 80 Pro, Samsung Galaxy M36, Samsung Galaxy A55, iQOO Z10x, OnePlus 13R iQOO 13, Samsung Galaxy S24 Ultra, iPhone 15, OnePlus 13s, এবং iQOO Neo 10R স্মার্টফোন।
এর সাথে, HONOR X9c 5G, OPPO Reno 14 সিরিজ, OnePlus Nord 5, এবং OnePlus Nord CE 5 স্মার্টফোন প্রথমবার বিক্রি করা হবে।
প্রাইম ডে সেলে স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার সহ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy 5G ফোন এখন 10,499 টাকায় কেনা যাবে, মিলছে দেদার ছাড়
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile