15000 টাকার কমে Realme, Samsung, iQOO এর সেরা 5G Smartphones, অ্যামাজন Great Indian Festival সেলে সবচেয়ে সস্তার 9999 টাকার

15000 টাকার কমে Realme, Samsung, iQOO এর সেরা 5G Smartphones, অ্যামাজন Great Indian Festival সেলে সবচেয়ে সস্তার 9999 টাকার

Amazon India-এর Great Indian Festival sale আজ 23 সেপ্টেম্বর থেকে বাকি সদস্যদের জন্য চালু হয় গেছে। অ্যামাজন তার গ্রাহকদের অতিরিক্ত ছাড় দিতে SBI কার্ডে অতিরিক্ত ছাড় অফার করবে। গ্রাহকরা এসবিআই ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পেতে পারেন। এই খবরে আমরা 15000 টাকার কম দামে 5G Smartphones Deal এর বিষয় বলবো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

GST Saving Included: উল্লেখ্য, সরকার সম্প্রতি জিএসটি হারে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যার ফলে অনেক গ্যাজেট এবং ইলেকট্রনিক ডিভাইসের দাম কমেছে। এই পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অতএব, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫-এর সমস্ত পণ্য নতুন জিএসটি হারে পাওয়া যাবে। এর অর্থ হল আপনি এখন এই পণ্যগুলি বর্তমান 28 শতাংশ এর পরিবর্তে মাত্র 18 শতাংশ জিএসটি-তে কিনতে পারবেন।

আরও পড়ুন: লাগবে না আর কোনো লগইন ডিটেল বা পাসওয়ার্ড! এবার WhatsApp থেকেই ডাউনলোড করুন Aadhaar Card, জানুন কীভাবে

ডিল প্রাইস: 11749 টাকা

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি 17,499 টাকা দামে লিস্ট করা। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল এই মডেলটি 11,749 টাকা দামে কিনতে পারবেন।

50mp samsung galaxy m16 5g Smartphones gets unbeatable discount
50mp samsung galaxy m16 5g gets unbeatable discount

ডিল প্রাইস: 11998 টাকা

রিয়েলমির এই ফোনটি 6GB+128GB মডেল সহ 15,999 টাকায় লিস্ট করা। তবে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে এই ফোনটি 11,998 টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এতে 1000 টাকার কুপর ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 10,998 টাকা হয় যাবে।

ডিল প্রাইস: 10998 টাকা

রেডমি ১৪সি ৫জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকা দামে লিস্ট করা। তবে সেলে এই ফোনটি 10999 টাকা দামে কেনা যাবে।

ডিল প্রাইস: 12998 টাকা

আইকিউ জি১০এক্স ৫জি ফোনটি 6GB+128GB মডেলটি 17,499 টাকা দামে লিস্ট করা। তবে অ্যামাজন সেলে এই ফোনটি 12998 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া ফোনের সাথে কোম্পানি 1000 টাকার কুপন ডিসকাউন্ট অতিরিক্ত অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

ডিল প্রাইস: 10,498 টাকা

নারজো ৮০এক্স ৫জি ফোনের 6GB+128GB মডেলটি 14,999 টাকা দামে লিস্ট করা। তবে সেল চলাকালীন এটি 10,498 টাকায় বিক্রি হচ্ছে। তবে এর সাথে কোম্পানি 600 টাকার অতিরিক্ত ছাড়ও দিচ্ছে। যার পরে দাম আরও কমে 9,898 টাকা হয় যাবে।

আরও পড়ুন: Jio দিল গ্রাহকদের বার বার রিচার্জ থেকে মুক্তি! 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং ডেটা সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo