HIGHLIGHTS
আশা করা হচ্ছে যে এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত হতে পারে
গত সপ্তাহে Vivo বিশ্বের প্রথম ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত স্মার্টফোন X20 Plus UD নিয়ে এসেছিল। এটি Vivo X20 Plus এর একটি নতুন ভার্সান, আর তাই এই ফোনটিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছাড়া আর বেশি কিছু নেই। এগুলি হল অ্যামাজনের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন
Surveyআপনাদের বলে রাখি যে এবার Vivo X30 ফোনটির একটি নতুন ইমেজ লিক হয়েছে। এটি একটি প্রোটোটাইপ আর এটি কাজ করতে দেখা গেছে। এই ছবিতে Vivo’র ব্র্যান্ড অ্যাম্বাসেডার Lu Hanকে Vivo X30 ফোনটির সম্ভাব্য ফোন ধরে থাকতে দেখা গেছে।
এই ছবিটি ভাল করে দেখলে দেখা যাবে যে Vivo X30 ফোনটিতে বেজেল লেস ডিজান দেখা গেছে। আর এমনিতে এই ফোনটির স্পেসিফিকেশান দেখা গেলে দেখা যাবে যে এই ফোনটির স্পেসিফিকেশানের বিষয়ে কিছু জানা যায়নি। তবে এটুকু মনে করা যেতে পারে যে এই ফোনটিতে ফ্ল্যাগশিপ ফিচার্স থাকবে।
আর এর সঙ্গে এও অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।