50MP Selfie Camera সহ নতুন Vivo 5G ফোনে 3000 টাকার বেশি ছাড়, জানুন নতুন দাম কত
ভিভো ভারতে সম্প্রতি Vivo V50e 5G লঞ্চ করেছে
ভিভো ভি50ই ফোনটি আজ 17 এপ্রিল থেকে Amazon থেকে বিক্রি করা হবে
ভিভো ফোনে 50MP Eye-AF Group সেলফি ক্যামেরা দেওয়া
ভিভো কোম্পানি ভারতে সম্প্রতি তার লেটেস্ট স্টাইলিশন ফোন Vivo V50e 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোন সেই ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে যারা স্টাইলিশ ডিজাইন এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান। ভিভো ভি50ই ফোনটি আজ 17 এপ্রিল থেকে Amazon থেকে বিক্রি করা হবে। লেটেস্ট ভিভো ফোনটি 50MP Eye-AF Group সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে।
SurveyVivo V50e 5G ফোনের ভারতে দাম কত
ভিভো ভি50ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেড মডেলটি 30,999 টাকা দামে কেনা যাবে। ভিভো ফোনের বিক্রি ই-কমার্স সাইটে Amazon থেকে করা হবে।

অফারের আওতায় কোম্পানি এই ফোনে 3100 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। এই অফারের জন্য গ্রাহকদের HDFC, SBI, ICICI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
ভিভো ভি50ই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
লেটেস্ট ভিভো ফোনটি 6.77-ইঞ্চি FHD+ (1080×2392 পিক্সেল) কোয়াড কার্ভড ডিসপ্লে, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ভিভো ফোনে 4nm অক্টাকোর MediaTek Dimensity 7300 দেওয়া। এটি Android 15 ভিত্তিক FuntouchOS 15 এ কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50ই 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট সহ আসে। এতে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা OIS সহ 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ পেয়ার করা। এতে সেলফি ক্যামেরা হিসেবে 50MP Eye- Auto Focus Group লেন্স পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো ভি50ই ফোনে 5600mAh ব্যাটারি 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Note: Amazon Prime Member থাকাতে উপরে দেওয়া প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি পেতে পারেন। শুধু তাই নয়, Amazon Prime Membership এর একাধিক সুবিধা থাকে। এখানে ক্লিক করে আপনি Amazon Prime Membership সহজে নিতে পারেন।
আরও পড়ুন: 2000 টাকার ছাড়ের সাথে আজ থেকে কেনা যাবে 7300mAh ব্যাটারি সহ iQOO 5G ফোন, দাম 20 হাজারের কম
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile