ভারতে এই পাঁচ হাজার টাকার কম দামের ফোনটি লঞ্চ হল, এটির নাম 10.or D ও এর দাম 4,999 টাকা

ভারতে এই পাঁচ হাজার টাকার কম দামের ফোনটি লঞ্চ হল, এটির নাম 10.or D ও এর দাম 4,999 টাকা
HIGHLIGHTS

10.or D স্মার্টফোনটিতে 2GB র‍্যাম আর 16GB রোম ভেরিয়েন্ট আছে আর এর দাম 4,999 টাকা। আর এই ফোনটির 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম 5,999 টাকা, এই স্মার্ট ফোনটি 5 জানুয়ারি দুপুর 12 টা থেকে অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে

অ্যামাজনের প্রাইভেট স্মার্টফোন লেভেল 10.or (Tenor) ভারতে তাদের তৃতীয় স্মার্টফোন 10.or D লঞ্চ করেছে। এই স্মার্ট ফোনটি 10.or E আর  ফোন দুটির পরে লঞ্চ করা হয়েছে, এই ডিভাইস গুলি সেপটেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। 10.or D এর “ ক্রাফটেড ফর অ্যামাজন” প্রোগ্রামের জন্য লঞ্চ করা হয়েছে। এই প্রোগ্রামে কোম্পানি তাদের নিজস্ব জিনিসের ওপর ইউজার্সদের জন্য স্পেশালি কিছু প্রোডাক্ট বানাতে সাহায্য করবে।10.or D দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি ভেরিয়েন্টে 2GB র‍্যাম আর 16GB রোম আছে আর এর দাম 4,999  টাকা আর অন্য ভেরিয়েন্টটি 3GB রোম আর 32GB রোমের সঙ্গে এসেছে আর এর দাম 5,999 টাকা।   

অ্যামাজনে আফটার সেলস সাপোর্টের জন্য B2X এর সঙ্গে চুক্তি করেছে। অ্যামাজন বলেছে যে বর্তমানে ভারতে B2X এর 32টি সার্ভিস সেন্টার আছে। 10.or D ফ্লিপকার্টের Flipkart Billion Capture + কে প্রতিযোগিতায় ফেলবে যা ফ্লিপকার্ট সম্প্রতি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 5 জানুয়ারি দুপুর 12 টা থেকে অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। আর এর সঙ্গে প্রাইম ক্রেতারা এই ডিভাইসটির সঙ্গে এক অতিরক্ত এক বছরের ওয়ারেন্টি পাবে।

10.or D স্মার্টফোনটিতে 5.2ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এই ডিভাইসে 1.4GHz স্ন্যাপড্র্যাগন 425 SoC, 2GB বা 3GB র‍্যাম আছে। এই ডিভাইসে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত আর এটি অটোফোকাস সাপোর্ট যুক্ত আর এর ফ্রন্টে 5MP’র ক্যামেরা আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo