10.or D স্মার্টফোনটি 5 জানুয়ারি থেকে অ্যামাজন ইন্ডিয়াতে এক্সক্লিউশিভ ভাবে সেলের জন্য পাওয়া যাবে

HIGHLIGHTS

অ্যামাজন ইন্ডিয়াতে 10.or D স্মার্টফোনটির রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে

10.or D স্মার্টফোনটি 5 জানুয়ারি থেকে অ্যামাজন ইন্ডিয়াতে এক্সক্লিউশিভ ভাবে সেলের জন্য পাওয়া যাবে

10.or D স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে এক্সক্লিউশিভ ভাবে 5 জানুয়ারি থেকে দুপুর 12টা থেকে সেলের জন্য পাওয়া যাবে। তবে এই স্মার্টফোনটির জন্য রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে, আপনারা অ্যামান ইন্ডিয়াতে এই ফোনটির রেজিস্ট্রেশান এখনই করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

10.or D স্মার্টফোনটি 5.2ইঞ্চির এইচডি ডিসপ্লে যুক্ত। এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 425 কোয়াড কোর প্রসেসার আছে। এই ডিভাইসটি 2ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি ভেরিয়েন্ট 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত আর অন্য ভেরিয়েন্টটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এই ফোনটির ব্যাটারি 3500mAh এর। এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে, এই ফোনটিতে ডুয়াল সিম স্লট অপশান আছে। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে কিছু লঞ্চ অফারের সঙ্গে আনা হয়েছে। লঞ্চ অফারে অ্যামাজন প্রাইম মেম্বাররা এই ডিভাইসটির ওপর 1 বছরের অ্যাডিশেনাল ওয়ারেন্টি পাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo