HP -এর তরফে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেশে লঞ্চ করা হল। এই ল্যাপটপটির নাম HP Pavilion Aero 13। এই ল্যাপটপটি ভীষণই পাতলা এবং হালকা। জানা গিয়েছে এই ল্যাপটপটির ওজন 1 কেজির থেকেও কম। ফলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে এতটুকু অসুবিধা হবে না। ভারতীয় বাজার এই ল্যাপটপটি রোজ গোল্ড, ওয়ার্ম গোল্ড, এবং ন্যাচারাল সিলভার রঙে উপলব্ধ হয়েছে। এক তিন রঙেই এটি কেনা যাবে। এখানে ডিসপ্লেতে মিলবে 16:10 অ্যাসপেক্ট রেশিও। এই ল্যাপটপে 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে। এখানে আছে ন্যারো বেজেল। এই ল্যাপটপটি মূলত যুব সম্প্রদায়ের কথা ভেবেই আনা হয়েছে।
আগেই যেমনটা বলা হল HP Pavilion Aero 13 ল্যাপটপটিতে গ্রাহকরা 16:10 অ্যাসপেক্ট রেশিও পাবেন। এখানে আছে ক্লিন ব্রাউজিং, ফ্লিকার ফ্র স্ক্রিন সহ ভিউ ব্লকিং প্রতিরোধের জন্য পাতলা বেজেল আছেন 2.5 K রেজোলিউশন সহ 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস এবং sRGB 100% সহ একটি কালার প্যালেট আছে এখানে।
AMD Ryzen 7000 সিরিজের প্রসেসর আছে এই ল্যাপটপে। এখানে আছে Radeon গ্রাফিক্সের সুবিধাও। AI নয়েজ রিমুভাল টেকনোলজি সহ DDR5 RAM আছে এখানে। এক চার্জ এই ল্যাপটপ 10.5 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। কানেকটিভিটির জন্য এখানে আছে WIFI 6।
72,999 টাকা থেকে এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে। সেখানে থাকছে Ryzen 5। তবে অন্যদিকে Ryzen 7 এবং 1 TB স্টোরেজ যুক্ত ল্যাপটপের দাম ভারতে 82,999 টাকা রাখা হয়েছে।