ভারতে Xiaomi Pad 6-এর লঞ্চের দিন ঘোষিত হল, মুক্তির আগে দাম থেকে ফিচার দেখুন

HIGHLIGHTS

Xiaomi Pad 6 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে

এবার এই ট্যাব ভারতের বাজারে আসতে চলেছে

এখানে 8840 mAh ব্যাটারি আছে

ভারতে Xiaomi Pad 6-এর লঞ্চের দিন ঘোষিত হল, মুক্তির আগে দাম থেকে ফিচার দেখুন

Xiaomi -এর তরফে কিছুদিন আগে চিনের বাজারে লঞ্চ করা হয়েছে Xiaomi Pad 6 এবং Xiaomi Pad 6 Pro। এই ট্যাবলেট দুটোর সঙ্গে লঞ্চ করা হয় Xiaomi 13 Ultra। চিনে আত্মপ্রকাশ ঘটানোর পর এই চিনা কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের এই ট্যাব এবার ভারতে লঞ্চ করতে চলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

টুইটারে কোম্পানির তরফে এই ট্যাবের লঞ্চ ডেট প্রকাশ্যে আনা হয়েছে। তবে Xiaomi Pad 6 সিরিজের দুটো ট্যাবই দেশের বাজারে আসবে কিনা সেটা এখনও জানা যায়নি। 

Xiaomi Pad 6 ভারতে কবে লঞ্চ করবে? 

ট্যাবলেটের বিষয়ে এই টুইটে কোম্পানির তরফে তেমন কোনও তথ্যই দেওয়া হয়নি। শুধু Xiaomi -এর তরফে তাদের অফিসিয়াল Twitter হ্যান্ডেলে জানানো হয়েছে যে Xiaomi Pad 6 আগামী 13 জুন ভারতে লঞ্চ করতে চলেছে। ফলে Xiaomi Pad 6 Pro -ও ভারতে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সেটা জানার জন্য সকলকেই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

আরও পড়ুন: ভারতেই তৈরি হবে ইকো ফ্রেন্ডলি Nothing Phone 2! কীভাবে? দেখুন

কী কী ফিচার থাকবে এই ট্যাবে? 

Xiaomi Pad 6 ইতিমধ্যেই চিনে লঞ্চ করেছে যেহেতু সেহেতু এই ট্যাবলেটে কী কী ফিচার থাকতে পারে সেটার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। 

1. এই ট্যাবলেটে 11 ইঞ্চির 2.8 K ডিসপ্লে থাকবে সঙ্গে 144 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। 

2. 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ট্যাবলেটে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

3. এটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। এখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাবে। 

Xiaomi pad 6

4. এই ট্যাবলেট পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। 

5. এখানে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 8840 mAh ব্যাটারি আছে। 

6. Wifi, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে এখানে কানেকটিভিটির জন্য। 

আরও পড়ুন: আজ থেকে চালু OnePlus Community Sale, বিক্রি শুরু OnePlus 11 Marble Odyssey-এর, দেখুন ফিচার

দাম কত হবে এটির? 

চিনে এই ট্যাবলেটের 6 GB RAM যুক্ত মডেলের দাম রাখা হয়েছে 1,999 RMB অর্থাৎ ভারতীয় মূল্যে 23,900 টাকা প্রায়। 2,099 RMB বা 25,100 টাকার মতো দাম পড়বে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের। আর 2,399 RMB বা 29,900 টাকা দাম পড়বে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo