‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’ এর ট্রেলার লঞ্চ, ভিজুয়াল এফেক্টস এর মাধ্যমে তৈরী এই ছবি

HIGHLIGHTS

সিনেমা তৈরীর সময় VFX এর সাহায্যে এমন দৃশ্য কে আর্টিফিশিয়াল তৈরী করা হয়, যা বাস্তবে শট নেওয়া সম্ভব নয় বা কঠিন.

‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’ এর ট্রেলার লঞ্চ, ভিজুয়াল এফেক্টস এর মাধ্যমে তৈরী এই ছবি

প্রতীক্ষা হল শেষ। অবশেষে মুক্তি পেল ছবি ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’ (Bahubali 2) এর ট্রেলার। প্রভাস, রাণা দাগ্গুবাতি, সত্যরাজ, রামাইয়া, তামান্না ভাটিয়া অভিনীত পরিচালক এস এস রাজমৌলির এই এপিক ব্লকবাস্টারের অপেক্ষায় দুবছর ধরে অধীর আগ্রহে বসেছিলেন দর্শককুল। বৃহস্পতিবার সাতসকালে ইউটিউবে ছবির ট্রেলার মুক্তি পেতেই বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : গুগল জিবোর্ড’ কিবোর্ডে আসছে নতুন ফিচার, থাকবে গুগল অনুবাদ ইন্টিগ্রেশন

এই ছবি মধ্যে ভিজুয়াল এফেক্টস (VFX) এর মাধ্যমে পটভূমি মধ্যে নানা রকমের দৃশ্য এক সঙ্গে দেখানো হয়. বাহুবলী ২ (Bahubali 2) ছবি মধ্যে এই ইফেক্ট এর মাধ্যমে দৃশ্যগুলি কে আরও চমত্কার ভাবে দেখানো হয়. যা বাস্তবে সূট করা সম্ভব নয় বা অসম্ভব, সেই দৃশ্য গুলি কে ভিজুয়াল এফেক্টস (VFX) এর মাধ্যমে দেখানো হয়েছে. ভিজুয়াল এফেক্টস কে কম্পিউটারের সহায়তায় অ্যানিমেশন বা কম্পোজিং সফ্টওয়্যার এর মাধ্যমে তৈরী করা হয়. তাই আমরা যেকোনো দৃশ্য বাহুবলী ২ (Bahubali 2) ছবিতে দেখবেন সেসব এফেক্টস (VFX) এর মাধ্যমে সম্ভব হয়েছে.

কি হয় ভিজুয়াল ইফেক্ট(VFX) প্রযুক্তি?

ভিজুয়াল ইফেক্ট(VFX) এর ব্যবহার আজকাল ফিল্ম তৈরী করতে করা হয়. ছবি তৈরী করার সময় (VFX) এর সাহায্যে তৈরী করা হয়. এমন দৃশ্য VFX কৌশল সাহায্যে শুট করা হয় এবং তারা ফিল্ম ব্যবহার করা হয়.

আপনিও দেখে নিন ক্লিক করে-

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo