এক নজরে দিনের সেরা খবর

HIGHLIGHTS

আজকে আমরা টেক জগতের কিছু সেরা খবর এক সঙ্গে আপনাদের জন্য নিয়ে এসেছি

এক নজরে দিনের সেরা খবর

মানুষের মনে জিজ্ঞাসার শেষ নেই আর সেই জিজ্ঞাসা থেকেই জন্ম হয় নতুন খোঁজের। আর বিজ্ঞান সেই অনুসন্ধানের সাধনার পথ। আর মঙ্গল গ্রহে হাওয়ার শব্দ যেমন আজকের সেরা খবরের প্রথমে আছে, তেমনি আছে টেলিকমের দারুন খবর, আর সঙ্গে অবশ্যই ডুয়াল ডিসপ্লের ফোন লঞ্চ। আসুন সেই সব আমরা এক ঝলকে দেখে নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

NASA র মঙ্গল অভিযানের খবর

আমরা জানি যে নভেম্বরের শেষে নাসা তাদের মহাকাশ জান লাল গ্রহে পাঠিয়ে ছিল। আর সেই জানই এবার মঙ্গলের হাওয়ার শব্দের রেকর্ডিং পাঠিয়েছে।

Vivo লঞ্চ করেছে ডুয়াল ডিসপ্লের ফোন

যখন সারা বিশ্বে নতুন নতুন ক্যামেরা সেটআপের ফোন আসছে ঠিক সেই সময়ে ভিভো চিনে লঞ্চ করল তাদের নতুন Vivo NEX Dual ডিসপ্লের ফোন।

Jio, Airtel, Vodafon সবের কিছু পোস্টপেড প্ল্যান

চারিদিকে যখন প্রিপেড প্ল্যানের রমরমা ঠিক সেই সময়ে জিও থেকে ভোডা সবার কিছু সেরা পোস্টপেড প্ল্যানও আছে। আর সেই সব প্ল্যানের বিষয়েই আপনারা আজকে জানতে পারবেন।

PUBG মোবাইল গেমিংয়ের এই সেশানের কিছু সেরা খবর

বিশ্ব জুরে জনপ্রিয় দারুন মোবাইল গেম PUBG তাদের 4 সিজেন নিয়ে এসেছে। আর এই সবের মধ্যে আমরা 3 সিজেনের জনপ্রিয় চিকেন ডিনার থেকে শুরু করে আরও সব খবর আপনাদের জানাব। আর এর সঙ্গে অবশ্যই সিজেন 3 য়ের ট্রেলারও আপনারা দেখতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo