আগামী বছরেই ভারতে আসতে চলেছে জিও-র 5G পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

আগামী বছরেই ভারতে আসতে চলেছে জিও-র 5G পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির
HIGHLIGHTS

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০-তে মুকেশ আম্বানি জানিয়েছেন যে ভারতে সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করেই 5G পরিষেবা চালু করবে সংস্থা

রিলায়েন্স জিও-র চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ঘোষনা করেন যে 2021 সালেই ভারতে শুরু হবে 5G নেটওয়ার্ক

ডিজিটাল বিশ্বে 30 কোটি ভারতীয় এখনও 2G প্রযুক্তিতে আটকে রয়েছে

ভারতে শুরু হয়ে গিয়েছে চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০ (India Mobile Congress 2020)। এই ইভেন্টে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ঘোষনা করেন যে 2021 সালেই ভারতে শুরু হবে 5G পরিষেবা। এছাড়া এইটাও জানিয়েছেন যে ২০২১ সালের সেকেন্ড হাফে লঞ্চ হতে চলেছে, যার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। Jio ভারতে 5G সাশ্রয়ী মূল্যে শুরু করবে।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০-তে মুকেশ আম্বানি জানিয়েছেন যে ভারতে সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করেই 5G পরিষেবা চালু করবে সংস্থা। এছাড়াও মুকেশ আম্বানি এও জানিয়েছেন, ‘‘ডিজিটাল যোগাযোগের নিরিখে ভারত আজ বিশ্বের অন্যতম সেরা দেশ। সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতেই 5G পরিষেবাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার। আমি কথা দিচ্ছি, ২০২১ সালের দ্বিতীয়ার্ধেই জিও এই 5G বিপ্লব শুরু করবে। আর তা করবে দেশীয় প্রযুক্তির সাহায্যে তৈরি নেটওয়ার্ক ও হার্ডওয়্যার ব্যবহার করেই।’’

30 কোটি মানুষ এখনও 2G পরিষেবা ব্যবহার করেন

আম্বানি বলেছিলেন যে ডিজিটাল বিশ্বে 30 কোটি ভারতীয় এখনও 2G প্রযুক্তিতে আটকে রয়েছে। মুকেশ আম্বানি সরকারকে এই দিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যে এই 30 কোটি মানুষ যাতে ভারতের ডিজিটাল অর্থনীতিতে যোগ দিতে পারে এবং সেখান থেকে উপকৃত হতে পারে। তিনি 2G থেকে 30 কোটি ভারতীয়কে মুক্ত করার জন্য এবং তাদের স্মার্টফোনে স্থানান্তরিত করার জন্য সরকার থেকে পলিসি তৈরি করার অনুরোধ করেছিলেন।

আম্বানি-র কথায়, 'Jio-র 5G পরিষেবা আসলে আপনাদের আত্মনির্ভর ভারত সম্পর্কে অনুপ্রেরণামূলক দর্শনের সাক্ষী হয়ে থাকবে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, দেশে 5G পরিষেবা চালু হলে তা যে শুধুই ভারতকে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবে অংশ নিতে সাহায্য করবে তাই নয়, ভারত গোটা বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দেবে।'

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo