রিলায়েন্স বিগ টিভি এক বছরের জন্য ফ্রিতে স্যাটালাইট কেবেল দিচ্ছে

HIGHLIGHTS

রিলায়েন্স এক সঙ্গে কিছু শর্তের সঙ্গে HD HEVC সেট টপ বক্সও ফ্রিতে দিচ্ছে

রিলায়েন্স বিগ টিভি এক বছরের জন্য ফ্রিতে স্যাটালাইট কেবেল দিচ্ছে

এখনও অব্দি টেলিকম বাজারে সস্তায় ডাটা প্যাক অনুসারে চলছে। আর এবার মনে হচ্ছে যে ভারতের স্যাটালাইট কেবেল ইন্ডাস্ট্রিতেও এরকমই হতে চলেছে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে আজকে এই স্মার্টওয়াচ, পেন ড্রাইভ সহ অনেক জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসলে রিলায়েন্স বিগ টিভি একটি নতুন অফার নিয়ে এসেছে। এবার এই অফারে কোম্পানি গ্রাহকদের সমস্ত চ্যানেলের পরবর্তী এক বছরের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর এর সঙ্গে গ্রাহকরা ফ্রি টু এয়ার চ্যানেল আগামাই ৫ বছর অব্দি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

আর এর সঙ্গে কোম্পানি কিছু শর্তের সঙ্গে HD HEVC সেট-টপ-বক্সকে ফ্রি দিচ্ছে। আর এর প্রি-বুকিং 1 মার্চ 2018’র সকাল 10 টায় হুরুর হয়ে গেছে। এটি অল্প কিছু সময়ের জন্যই পাওয়া যাচ্ছে।

ক্রেতাদের বুকিং এর সময় 500 টাকা দিতে হবে। আর পরে ইন্সটলেশানের সময় 1500 টাকা দিতে হবে। একবছর পরে আপনাকে পেড চ্যানেল দেখার জন্য প্রতিমাসে 300টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জ আপনাকে প্রতি মাসে করতে হবে। দু’বছর এরকম করার পরে আপনাকে 2,000 টাকা রিফফান্ড করা হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo