TATA SKY HD আর SD সেট টপ বক্সের দাম বাড়ল

TATA SKY HD আর SD সেট টপ বক্সের দাম বাড়ল
HIGHLIGHTS

100 টাকা দাম বেড়েছে

HD আর SD দুটি সেট টপ বক্সের দামই বেড়েছে

টাটা স্কাই সাবস্ক্রিপশান এবার আগের থেকে দামি হয়েছে। HD আর SD সেট টপ বক্সের দাম 100 টাকা করে বেরফেছে। আর প্রায় এক মাসে আগে কোম্পানি তাদের HD গ্রাহকদের জন্য 100 টাকার ডিস্কাউন্টের কথা বলেছিল। আর এবার দাম বেড়েছে SD আর HD দুই ক্ষেত্রেই।

এই মূল্য বৃদ্ধিতে অবাক হতে হচ্ছে কারন গত মাসেই কোম্পানি তাদের SD আর HD গ্রাহকদের কনেকশান সেল বন্ধ করেছিল। আর এই নতুন পদক্ষেপ থেকে মনে হচ্ছে যে কোম্পানি আরও একবার SD সেটটপ বক্স নতুন দামে আনতে চলেছে।

এই সময়ে HD আর SD সেট টপ বক্সের দাম 1,499 টাকা আর আগে এই দাম ছিল 1,399 টাকা। আর নতুন দামের পরে টাটা স্কাই এই সময়ে এয়ারটেলের থেকে দামি আর ডিশ টিভির থেকে সস্তা হয়েছে। এয়ারটেল তাদের HD সেটটপ বক্স 1,300 টাকায় বিক্রি করে আর সেখাএন ডিশ টিভির প্রাথমিক দাম 1,599 টাকা।

আর এছাড়া নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর পরে টাটা স্কাই মাল্টি টিভি কানেকশানের দাম বাড়িয়েছে। আর টাটা স্কাই সেকেন্ডারি SD কানেকশানের দাম 1,299 টাকা থেকে বাড়িয়ে 1,399 টাকা করেছে আর সেকেন্ডারি HD কেনাকশানের জন্য 999 টাকা থেকে 1,199 টাকা করেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo