অটো এক্সপোঃ মারুতি সুজুকি নতুন ইভ ডিজাইন কন্সেপ্ট নিয়ে এল

HIGHLIGHTS

এর আগে কোম্পানি নতুন কম্প্যাক্ট কার ডিজাইন কন্সেপটফিউচারকে 14 তম অটো এক্সপোতে নিয়ে আসে

অটো এক্সপোঃ মারুতি সুজুকি নতুন ইভ ডিজাইন কন্সেপ্ট নিয়ে এল

গাড়ি তৈরির কোম্পানি মারুতি সুজুকি বুধবারে ‘ই-সার্ভাইবার’ ইলেক্ট্রিক্ত গাড়ি (ইভ) ডিজাইন কন্সেপ্টকে 14 তম অটো এক্সপোর আগে প্রি-ওপেন করেছে। কোম্পানি অনুসারে এই কনসেপ্ট ইলেক্ট্রিক মোবিলিটি যুক্ত গাড়ি এটি। আজকে এই স্মার্টফোন গুলি ফ্লিপকার্ট থেকে ডিস্কাউন্টে কেনা যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি এর আগে নতুন কম্প্যাক্ট গাড়ি ডিজাইন- কন্সেপটফিউচারকে 14 তম অটো এক্সপোতে নিয়ে আসে।

কনসেপ্টফিউচার অনাবৃত করে মারুতি সুজুকির প্রধান ডিরেক্টারকেনিচি ইয়ুকাভা বলেছেন যে, “আমাদের ডিজাইন আর ব্র্যান্ড ভিউ ডিজানিএর সৃজন করে, যা বাইরের বোল্ড আর আক্রমণাত্মক তথা ইন্টিরিয়ার আমন্ত্রণ দেয়। এই আকারের গাড়ির জন্য এরকমের প্রয়াস এর আগে কখনো করা হয়নি। কন্স্যাপফিউচার ভারতে কমপ্যাক্ট গাড়ির ডিজাইনের আগের ভবিষ্যৎ করবে”।

 ‘অটো এক্সপো- দ্যা মিটার শো” গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে 14 ফেব্রুয়ারি অব্দি করা হবে।

তবে বুধবার আর বৃহস্পতিবার মিডিয়া আর এক্সিবিসানের জন্য এই এক্সপো খুলে গেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo