Gmail বা Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকভার করবেন?

HIGHLIGHTS

Gmail account একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বর্তমান জীবনে

গুগল এর মাধ্য়মে ইমেল সার্ভিস ব্যবহার করা হয়

Android Mobile ব্য়বহারকারীদের জন্য় জিমেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক

Gmail বা Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকভার করবেন?

Google বা Gmail অ্যাকাউন্টে আমাদের বর্তমান জীবনের একটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আপনার অফিসের কাজ থেকে নিয়ে আপনার পার্সোনাল লাইফে ইমেল সার্ভিস ব্যবহার করা হয়। এছাড়াও গুগল এর বাকি সব সার্ভিসও ব্যবহার করতে এই একই জিমেল অ্যাকাউন্ট দরকার লাগে। এর পাশাপাশি আপনি যদি অ্যানড্রয়েড ফোন ব্য়বহার করেন তবেও এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তাই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে অকাধিক সমস্য়া হতে পারে। তবে আপনি যদি আপনান জিমেল (Gmail) এর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তবে নীচে দেওয়া স্টেপগুলির মাধ্য়মে আবার তা ফিরে পাবেন। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ন স্টেপ…

জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকাভার করবেন?

স্টেপ ১- সবার প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট বা Gmail পেজটি খুলুন।

স্টেপ ২- এবার গুগল লগ ইন পেজে 'Forget Password' অপশনটি ক্লিক করতে হবে।

স্টেপ ৩- আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোন পাসওয়ার্ড মনে করতে না পারনে 'ট্রাই অ্যানাদার ওয়ে’(Try another way) সিলেক্ট করুন।

স্টেপ ৪- আপনার জিমেল অ্যাকাউন্ট এর সাথে যে ফোন নম্বারটি লিঙ্কড আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল।

স্টেপ ৫- আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প আপনার ইমেলে (Email) ভেরিফিকেশান কোড পাঠাবে গুগল। বিকল্প ইমেল না থাকলে 'ট্রাই অ্যানাদার ওয়ে’ (Try another way সিলেক্ট করতে হবে।

স্টেপ ৬- এরপরে গুগল আপনার কাছে অন্য় কোনও ইমেল আইডি চাইবে যেখানে আপনাকে ইমেল পাঠানো যাবে।

স্টেপ ৭- এবার সংস্থার ইমেলে পেলে গুগলের ডায়ালগ বক্স পেজটি খুলুন।

স্টেপ ৮- রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্য়বহার করে আপনার Gmail লগ ইন করুন।

নোট: পাসওয়ার্ড পরিবর্তন করে তা কোথাও লিখে রাখবেন না। আপনি নিজের কম্পিউটারে বা ল্যাপটপ লগ ইন করার সময় ব্রাউজারে সেভ Browser Save Password) পাসওয়ার্ড করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন অন্য কেউ যেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার না করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo