শুধু SMS করলেই বাড়িতে বসে হয় যাবে আধার কার্ডের এই কাজ, UIDAI নিয়ে এল নতুন সুবিধা

শুধু SMS করলেই বাড়িতে বসে হয় যাবে আধার কার্ডের এই কাজ, UIDAI নিয়ে এল নতুন সুবিধা
HIGHLIGHTS

শুধুমাত্র পাঠাতে হবে হটলাইন নাম্বারে এসএমএস

ভারতীয় নাগরিকদের জন্য এই বিশেষ সুবিধা আনলো UIDAI

সাধারণ ফোন থেক এসএমএস পাঠিয়ে তৈরি করা যাবে আধার ভার্চুয়াল আইডি, লক এবং আনলক করা যাবে আধার কার্ড

UIDAI-র তরফে নাগরিকেরা যাতে SMS পাঠিয়ে আধার কার্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান করতে পারে তার জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। যাদের কাছে স্মার্টফোন নেই বা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না তারা যাতে সাধারণ মোবাইল থেকেই সমস্ত কাজ এসএমএসের মাধ্যমে করতে পারেন তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে Unique Identification Authority of India।

সমস্ত ভারতীয় নাগরিকের যে কোনো রকমের সরকারি এবং বেসরকারী কাজের ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Card) বাধ্যতামুলক। যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান মিনিটের মধ্যেই করে নিতে পারেন। কিন্তু যাদের কাছে দামী হ্যান্ডসেট নেই তাদেরকে আধার সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য ছুটতে হয় কাছের সাইবার ক্যাফেতে। এখনো দেশের বহু নাগরিকের হাতে স্মার্টফোন এসে পৌছায়নি।

হটলাইন নাম্বারে এসএমএস পাঠানোর মাধ্যমে কি কি সুবিধা উপভোগ করবেন নাগরিকেরা-

UIDAI ভারতীয় নাগরিকদের জন্য 1947 হটলাইন নাম্বার চালু করেছে। এই নাম্বারে আধার কার্ডে রেজিস্টার করা নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে আধার কার্ডের ভার্চুয়াল আইডি তৈরি, ভার্চুয়াল আইডি রিকভার, আধার কার্ড লক, আধার কার্ড আনলকের মতন সার্ভিসকে উপভোগ করা যাবে।

সাধারণ ফোন থেকে SMS পাঠিয়ে কিভাবে আধার ভার্চুয়াল আইডি(Aadhaar Virtual ID) তৈরি করবেন-

  • সবার প্রথমে নিজের মোবাইলের মেসেজ বক্স ওপেন করতে হবে।
  • কিপ্যাডে GVID টাইপ করে স্পেস দিতে হবে।
  • তারপর আধার নাম্বারের লাস্টের চারটি ডিজিট টাইপ করতে হবে।
  • তারপর 1947 হটলাইন নাম্বারে এই মেসেজ সেন্ড করতে হবে।
  • ভার্চুয়াল আইডি পাবার জন্য RVID টাইপ করতে হবে।
  • এরপর স্পেস দিয়ে আধার নাম্বারের লাস্টের চারটি ডিজিট টাইপ করে হটলাইন নাম্বারে সেন্ড করতে হবে।
  • এই ধরণের ক্ষেত্রে ওটিপি পেতে হলে দুটি অপশন দেওয়া হয়।
  • আধার নাম্বার দিয়ে ওটিপি পেতে হলে GETOTP টাইপ করতে হবে। তারপর একটা স্পেস দিয়ে আধার নাম্বারের লাস্টের চারটি ডিজিট টাইপ করতে হবে।
  • ভার্চুয়াল আইডি দিয়ে ওটিপি পেতে হলে ইনবক্সে UIDAI –র তরফে যে অফিসিয়াল ভার্চুয়াল আইডি পাঠানো হবে তা GETOTP লিখে একটি স্পেস দিয়ে টাইপ করতে হবে।
  • দুটি পদ্ধতিতেই টাইপ করা মেসেজকে 1947 হটলাইন নাম্বারে পাঠাতে হবে।

সাধারণ ফোন থেকে SMS পাঠিয়ে কীভাবে আধারকার্ড আনলক (Aadhaar Card Unlock) করবেন-

  • সবার প্রথমে ফোনের মেসেজ বক্স ওপেন করে রাইট মেসেজ অপশনে গিয়ে GETOTP টাইপ করতে হবে ।
  • তারপর স্পেস দিয়ে আধার নাম্বারের লাস্ট চারটে ডিজিট লিখে হটলাইন নাম্বারে সেন্ড করতে হবে।
  • এরপর ENABLEBIOLOCK লিখে আধার নাম্বারের লাস্ট সংখ্যা টাইপ করে UIDAI –র তরফে যে ছয় ডিজিটের ওটিপি পাঠানো হয়েছে ইনবক্সে তা টাইপ করে সেন্ড করতে হবে।
  • তাহলেই কাজ হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo