HIGHLIGHTSAadhaar নম্বর ১২ ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যা ভারত সরকার দ্বারা জারি করা হয়ে
আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নম্বরের সাহায্য়ে খুব সহজেই Aadhaar Card ডাউনলোড করা যাবে
মোবাইলে বা ডেস্কটপে এই ই-আধার কার্ড (e-aadhaar Card) ডাউললোড করে রাখতে পারেন
Qubo Smart Home Security WiFi Camera
With Intruder Alarm System,Infrared Night Vision,2-way Talk,Works with Alexa
Click here to know more
AdvertisementsHow to Download E-Aadhaar Card: আধার নম্বর ১২ ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যা ভারত সরকার দ্বারা জারি করা হয়ে। এটি কোনও ব্য়াক্তির বায়োমোট্রিক তথ্য়ে যেমন আইরিস স্ক্য়ান, আঙুলের ছাপ, এবং জনসংখ্যার তথ্য যেমন ডিওবি এবং বাড়ির ঠিকানা ইত্যাদির উপর জারি করা হয়ে। সাধারন মানুষের কাছে আধার কার্ড (Aadhar Card) এই মুহূর্তে অন্য়তম গুরুত্বপূর্ন একটি জিনিষ। একাধিক সরকারী কাজে এই কার্ডটি সাধারণ মানুষরা নিজেদের প্রমান স্বরুপ ব্য়বহার করেন।
AADHAAR CARD-এ মোবাইল নম্বর বদলাবেন কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
তবে সাধারন মানুষ যাতে খুব সহজে আধার কার্ড ডাউনলোড করতে পারেন তার জন্য় বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রে। এবার থেকে আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নম্বরের সাহায্য়ে খুব সহজেই Aadhaar Card ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। যারা সব সময় এই আধার কার্ডটি নিজেদের রাখেন না, তারা খুব সহজেই তাদের মোবাইলে বা ডেস্কটপে এই ই-আধার কার্ড (e-aadhaar Card) ডাউললোড করে রাখতে পারেন। আর এটি যে কোন জায়গাতে দেখানো খুব সহজ।
১- আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে প্রথমে uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে।
২- সেখান থেকে ডাউনলোড আধার অপশনে যেতে হবে। এখানে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
৩- এবার এখানে আপনাকে আধার নম্বর অপশন সিলেক্ট করতে হবে এবং 'I Have' সেকশন সিলেক্ট করতে হবে।
আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করবেন কিভাবে? জেনে নিন সহজ উপায়
৪- এখানে আপনাকে আপনার ১২ অংকের আধার নম্বর দিতে হবে।
৫- আপনার আধার নম্বরটি দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে।
৬- এবার এই OTP টা টাইপ করুন। সস্থার তরফ থেকে একটি সার্ভে করা হয়ে। এর পর ভেরিফাই অ্য়ান্ড ডাউনলোড (Verify and Download) অপশনটি ক্লিক করলেই আধার ডাউনলোড হয়ে যাবে।
৬- ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড দেওয়া সুরক্ষিত থাকবে। এর পর ওই আধার কার্ড প্রিন্ট করে নেওয়া যাবে।
৭- এভাবেই খুব সহজ ভাবে মোবাইল নম্বর ব্যবহার করে আধার কার্ড ডাউনলোড করা যাবে।
Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.