আপনার পাসওয়ার্ড কি হ্যাকড? কি করে বুঝেবন…

আপনার পাসওয়ার্ড কি হ্যাকড? কি করে বুঝেবন…
HIGHLIGHTS

এর জন্য গুগলের একটি টুল আছে

এটি ক্রোমেরই একটি অংশ

বিগত বেশ কিছু সময় থেকেই অনেকের গুগল পাসওয়ার্ড বা ইউজার নেম হ্যাক হওয়ার ঘঠনা জানা গেছে। আর এই সময়ে আপনি আপনারা মেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তা কি করে জানবেন?

বেশ কিছু কাল আগে গুগল একটি নতুন টুল এনেছিল যার নাম ‘পাসওয়ার্ড চেক’। আর গুগল ক্রোমের এক্সটেনশান হিসাবেই এটি কাজ করে। আর এর মাধ্যমে সহজেই জানা যাবে যে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা।

এর জন্য প্রথমে আপনাদের নিম্নলিখিত বিষয় গুলি মানতে হবে

গুগল ক্রোমের লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে হবে।

আর ইন্টারনেট কানেকশান থাকা অবশ্য বাঞ্ছনিয়।

কি করে গুগল পাসওয়ার্ড চেকআপ ডাউনলোড করবেন

প্রথমে নিজের কম্পিউটারে গুগল ক্রোম ডাউনলোড করুন।

এয়ারব গুগল ক্রোম স্টোরজ থেকে পাসওয়ার্ড চেকআপ স্টার্ট করুন।

আর এবার ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে তা ইন্সটল করুন।

এবার আপনারা অ্যাকাউন্ট লগ ইন করে এটি নিজে থেকে সেখান থেকে জানাবে যে এটি সুরক্ষিত অ্যাকাউন্ট কিনা। আর যদি পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে তবে লাল সিগন্যাল একটি বক্সে জলে উঠবে আর জানিয়ে দেবে যে আপনারা অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে আর এটি পরিবর্তন করা দরকার।

পাসওয়ার্ড চেঞ্জের উপায়

ক্রোমের নো মোর অপশানে ক্লিক করুন সেখানে সহজেই পাসওয়ার্ড সেটের উপায় দেওয়া আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo