নিজের PF তুলতে চান? প্রথমে নিজের UAN নাম্বার অ্যাক্টিভেট করুন

নিজের PF তুলতে চান? প্রথমে নিজের UAN নাম্বার অ্যাক্টিভেট করুন
HIGHLIGHTS

আমরা সবাই জানি যে EPF ভারতের একাধিক কর্মচারীদের সুবিধা দেয়

তবে UAN য়ের বিষয়ে আমরা কমই জানি

আমরা আপনাদের UAN য়ের বিষয়ে এখানে জানাব

আমরা জানি যে ভারতের কর্মচারীদের প্রভিটেড ফান্ড মানে EPF কর্মচারীদের সুবিধা দেয়। আর PF নিশ্চিত করে যে আপনারা মাইনের একটা অংশ লং টার্মের জন্য সেভ থাকুক। আর এছাড়া অনেক ক্ষেত্রে এরকম হয় যে কর্মচারীরা নিজেদের PF য়ে নিজেদের অংশ জমা করে।

আর এবার এটা দেখার যে কি করে আপনারা আপনাদের PF য়ের ব্যালেন্স বিষয়ে জানতে পারবেন। আর এর জন্য আপনাদের EPFO র দেওয়া ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার (UAN) দিতে হবে। আর এই নাম্বারের সঙ্গে দেওয়া আপনাদের EPF যে কোন সময়ে অনলাইনে দেখা যাবে। আর এর মানে আপনারা নিজেদের অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারবেন। আর এছাড়া আপনারা আপনাদের UAN নাম্বার মানে নিজের এমপ্লার‍্য দিতে হবে আর এর পরে আপনাদের EPF য়ের নতুন অ্যামাউন্ট যুক্ত হবে। আর একটি নাম্বারে আসবে যা আপনাদের নতুন নাম্বারে দবে না তবে আপন্দাএর অ্যাকাউন্টে নাব থেকে বানানো হয়।

আপনারর UAN নাম্বার সাধারনত স্যালারি স্লিপে দকেহা যায় আর অনেক সময়ে এখানে অবশ্য নাম্বার দেখা যায় না। আর যদি আপনারা আপনাদের UAN নাম্বার বিষয়ে না জানেন তবে আজকে আমরা এখানে আপনাদের জানাব যে কি করে আপনারা UAN নাম্বার সহজে খুঁজতে পারবেন। আর আপনাদের PF ব্যালেন্স ট্র্যাক করতে পারবেন।

কি করে নিজের UAN নাম্বার খুঁজবেন

  • আপনি যদি আপনার UAN নাম্বার না জানেন আর তা খুঁজতে চান তবে আপনারা এখানে সহজে তা করতে পারবেন। আর আপনারা সহজেই অনলাইন থেকে তা জানতে পারবেন।
  • প্রথমে আপনাদের EPFO মেম্বার সার্ভিস পোর্টালে যেতে হবে
  • আর এবার আপনারা এখানে নিচে কর্নারে গিয়ে নিজেদের UAN স্ট্যাটাসে ক্লিক করুন
  • আর আপনারা এখানে তিনটি অপশান পাবেন
  • এখানে প্রথমে আপনারা ফাউন্ড ইউর UAN পাবনে আর এখানে আপনাদের PF ID খুঁজতে হবে
  • আর এর সঙ্গে আপনাদের আধার নাম্বারও যুক্ত করতে হবে
  • আর এছাড়া আপনাদের PAN নাম্বারের সঙ্গে খুঁজতে হবে
  • আপনাদের এই পেজে গিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে
  • এখানে আপনাদের নাম, ডেথ অফ বার্থ, রেজিস্টার মোবাইল নাম্বার, আর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস বিষয়ে জানতে চাওয়া হবে
  • আর এর পরে আপনাদের ক্যাপচা ফিল করতে হবে
  • এর পরে এখানে অথেন্টেজাইজড পিন পাবেন আর এখাএন আপনারা জেনারেট পিনে ক্লিক করুন
  • আর এবার পরের পেজে আই এগ্রিতে ক্লিক করতে হবে
  • আর এবার আপনাদের কাছে একটি OTP যাবে
  • আর এবার এই OTP এখানে দিতে হবে
  • আর এবার আপনাদের OTP ভ্যালিডেট করে UAN পাবেন আর এখানে ক্লিক করতে হবে
  • আর এবার আপনার UAN নাম্বার আপনার ফোনে এসে যাবে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo