আপনার আধার কার্ডে অনলাইন eSign করবেন কীভাবে, জেনে নিন সহজ পদ্ধতি

আপনার আধার কার্ডে অনলাইন eSign করবেন কীভাবে, জেনে নিন সহজ পদ্ধতি
HIGHLIGHTS

এখন থেকে খুব সহজেই আধার কার্ডে (Aadhaar Card) করা যাবে ই-সাইন (e-sign)

যেতে হবে না কোনো এনরোলমেন্ট সেন্টারে

অনলাইনে মিনিটের মধ্যেই হয়ে যাবে কাজ

যে কোন সরকারী বা বেসরকারী কাজের ক্ষেত্রে যে কোনো নাগরিকের প্রধান গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড (Aadhaar Card)। করোনা মহামারির পরবর্তী সময়ে যে কোনো ক্ষেত্রেই আধার কার্ডের ডিজিটাল কপির গুরুত্ব বেড়েছে। বিশেষত অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ডিজিটাল আধার কার্ড বেশ কাজে লাগছে। আধার কার্ডকে ডিজিটাল ভাবে ব্যাবহারের জন্য ভেরিফাইড ই- সাইনের বেশ প্রয়োজন রয়েছে।

ই-সাইন (e-sign) হল ইলেকট্রনিক সিগনেচার যার মাধ্যমে আধার কার্ড হোল্ডারেরা কোনো ডকুমেন্টকে ইলেকট্রনিক ভাবে সাইন করে। একজন আধার কার্ড হোল্ডার কোনো ডকুমেন্টকে বায়োমেট্রিক বা OTP ভেরিফিকেশনের পর ডিজিটালি সাইন করতে পারে কোনো কাগজ বা অ্যাপ্লিকেশন ফর্মের ডকুমেন্ট ছাড়াই, এমনটাই জানাচ্ছে NSDL- ই-গভারনেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

ই-সাইনের (e-sign) সুবিধা কী-

ই-সাইনের (e-sign) মাধ্যমে যে কোনো সময়ে কোনো ডকুমেন্টে অত্যন্ত নিরাপদভাবে ডিজিটাল সাইন করা যায়। ই-সাইনের (e-sign) আইনি গ্রহণযোগ্যতা রয়েছে। এই ফিচার ইউজারেরা প্রাইভেসিকে নিশ্চিত করে। সমস্ত অনলাইন সার্ভিসও নিরাপদে থাকে।

কীভাবে ই-সাইন (e-sign) করা যাবে-

  • প্রথমে https://uidai. gov.in/ বা https://eaadhaar.uidai.gov.in সাইটে যেতে হবে।
  • এরপর ওয়েবসাইটে রাইট ক্লিক করে “Validity Unknown “ আইকনে ক্লিক করতে হবে।
  • সেখানে গেলে সিগনেচার ভেরিফিকেশন উইন্ডো খুলে যাবে।
  • এরপর “Signature Properties” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর “ Show Certificate” অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
  • এবার “NIC Sub –CA for NIC 2011, National Informatics Centre” অপশনে ক্লিক করতে হবে।
  • সেখান থেকে “Trust” ট্যাবে গিয়ে “Add to Trusted Identity” অপশন সিলেক্ট করতে হবে।
  • পরবর্তী স্টেপ গুলি অনুসরণ করে ভ্যালিড সিগনেচার অপশনে ক্লিক করতে হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo