দীপাবলি বা ভাইফোঁটায় কী উপহার দেবেন বুঝতে পারছেন না? Amazon Sale থেকে বেছে নিন এই 5 প্রোডাক্ট

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale এখনও চলছে

আর এই সেল থেকেই আপনি ভাইফোঁটা কিংবা দীপাবলির উপহার কিনতে পারেন

Citi Bank, ICICI অথবা Axis Bank এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে 10% ছাড়

দীপাবলি বা ভাইফোঁটায় কী উপহার দেবেন বুঝতে পারছেন না? Amazon Sale থেকে বেছে নিন এই 5 প্রোডাক্ট

বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর অন্যতম হল দীপাবলি। আর দীপাবলির সঙ্গেই আসে ভাইফোঁটা। আর এই সময়ে অনেকের বাড়িতেই উপহার দেওয়ার চল আছে। মূলত ভাইফোঁটার দিন ভাই বোনেরা একে অন্যকে উপহার দিয়ে থাকে। কিন্তু এই উপহার কিনতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। প্রথমত কী উপহার দেওয়া যায় সেটা ভাবা যায় না অনেক সময়। আবার উপহার মনে এলেও সেটা মানুষটার পছন্দ হবে কিনা সেটা বোঝা মুশকিল হয়ে যায়!

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কিন্তু ইলেকট্রনিক গুডস আমাদের সবারই কম বেশি ভাল লাগে আর এখন তো Amazon এ Amazon Great Indian Festival Sale চলছে। ফলে আপনি চাইলে এখান থেকে দারুন সস্তায় উপহার কিনতে পারবেন। আর যদি Kotak Bank, ICICI, কিংবা Citi Bank এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাহলে 10% অতিরিক্ত ছাড় পাবেন।

তাহলে দেখে নিন ভাইফোঁটা বা দীপাবলিতে কী উপহার দিতে পারেন Amazon থেকে।

Saregama Carvaan

2,190 টাকায় এখন Amazon এ Saregama Carvaan মিনি হিন্দি 2.0 পাওয়া যাচ্ছে। এটার আসল দামের উপর আছে 19% ছাড়। USB বা ব্লুটুথ মোডের সাহায্যে গান চালাতে পারবেন, এখানে আছে 351টি হিন্দি গান। এখান থেকে কিনুন

OnePlus Smart Band

এই ঘড়িটি আপনি এখন Amazon থেকে 1,499 টাকাতেই কিনতে পারবেন যেখানে রয়েছে 1.1 ইঞ্চির ডিসপ্লে সহ 100mAh ব্যাটারি যা একবার চার্জ দিলে 14দিন পর্যন্ত চলতে পারে। গ্রাহকরা এতে একাধিক এক্সারসাইজ মোড পাবেন। সঙ্গে আছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স মোড। এখান থেকে কিনুন

LED lamp and other gifts from amazon

LED Lamp

এই RGB LED ল্যাম্পটির আসল দাম 3,599 টাকা হলেও এটা এখন Amazon Sale এ মাত্র 1,299টাকায় মিলছে। এই আলো আপনার ঘরের শোভা বাড়াতে সাহায্য করবে। এখান থেকে কিনুন

গ্লাস কাপ ক্যান্ডেল

এই ব্যাটারি চালিত মোমবাতির দাম 1,995 টাকা। এখানে দু ধরনের আলো জ্বালানোর মোড পাবেন, ফ্লিকারিং এবং কনস্ট্যান্ট। এই মোমবাতির উজ্জ্বলতা উপহার হিসেবে এবারের দীপাবলি বা ভাইফোঁটায় কাউকে দিতেই পারেন। এখান থেকে কিনুন

Echo Dot Combo

2, 499 টাকায় এই ইকো ডট কম্ব মিলছে Amazon Sale এ। Amazon Echo Dot 4th gen এ রয়েছে গোলাকার ডিজাইন যা একদম নতুন। সঙ্গে আছে দারুন পারফরমেন্স। এখান থেকে কিনুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo