রাতের আকাশে রহস্যময় আলো আসলে কিসের? জানাগেছে সে খবর

HIGHLIGHTS

ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে একটি স্পেস অ্যাক্স ফ্যালকন 9 নামের যে রকেট উৎক্ষেপণ হয় তারই ভগ্নংশে তৈরি হয় এই’ রজ্জুতে সর্প ভ্রম’

রাতের আকাশে রহস্যময় আলো আসলে কিসের? জানাগেছে সে খবর

রাতের আকাশে কত সব রহস্য যে লুকিয়ে থাকে তার শেষ নেই। তবে সব সময়ে সব রহস্যের উত্তরও যে রহস্য ময় হয় তা না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আকাশে দেখা এক রহস্য জনক আলো নিয়েও চারদিকে হৈচৈ পরে যায়। যদিও রহস্যের শেষে বেরোয় রহস্যের তুলনায় ছোট ‘চুনো পুটি’। বা বলা ভাল ‘রজ্জুতে সর্প ভ্রম’য়ের একটি আদর্শ উদারহন।

আসলে সম্প্রতি আকাশে দেখা যায় এক রহস্য ময় উজ্জল আলো। আর এই আলো দেখা যেতেই আবারও UFO তত্ত্ব ভেসে ওঠে চারিদিকে। আসলে পৃথিবীর আকাশে এই ধরনের কোন অজানা আলো দেখলেই ভিনগ্রহীদের বিষয়টি বারাবার মাথাচারা দিয়ে ওঠে। যদিও আজ পর্যন্ত এই বিষয়ে কোন তথ্য প্রমান সহ কিছুই পাওয়া যায়নি। যদিও এই আলোর রহস্য পরে জানা যায়।

আর সেই বিষয়ে একটি টুইটও দেখা গেছে। সেই টুইটটি আপনারা এখানে দেখতে পারবেন।

Digit.in
Logo
Digit.in
Logo