ভারতে নতুন “Cryptocurrency Bill 2021” -র ঘোষণার পর থেকেই শেয়ার মার্কেটে দর কমতে শুরু করেছিল বিটকয়েন, বিট টরেন্টের মতো ক্রিপ্টোকারেন্সিগুলির। তবে এখন জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে । এখন এই ক্রিপ্টোকারেন্সির দর প্রায় 50 হাজার ডলার ছাড়িয়েছে। পাশাপাশি অন্যান্য সব জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলির ভ্যালুও আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
জনপ্রিয় ক্রিপ্টো সংস্থা CoinGecko –র মতে গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির দর মোট 5 শতাংশ বেড়েছে। এখন সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সিগুলির বাজার দর হয়েছে 2.5 ট্রিলিয়ন ডলার। আসুন একনজরে দেখে নেওয়া যাক..