Amazon Prime Day Sale -এ 40 শতাংশ ছাড়ে মিলবে স্মার্টফোন, সঙ্গে একগুচ্ছ ব্যাঙ্ক অফার

Amazon Prime Day Sale -এ 40 শতাংশ ছাড়ে মিলবে স্মার্টফোন, সঙ্গে একগুচ্ছ ব্যাঙ্ক অফার
HIGHLIGHTS

অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) প্রাইম ডে সেল 2022 (Prime Day Sale 2022) ঘোষণা করেছে

ICICI ব্যাঙ্ক বা SBI কার্ড দিয়ে কেনাকাটা করার জন্য 10 শতাংশ ছাড় দেওয়া হবে

এই সেল 22 জুলাই রাত 12টায় শুরু হবে, যা চলবে 24 জুলাই রাত 11.59 পর্যন্ত চলবে

অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) প্রাইম ডে সেল 2022 (Prime Day Sale 2022) ঘোষণা করেছে। এই সেল 22 জুলাই রাত 12টায় শুরু হবে, যা চলবে 24 জুলাই রাত 11.59 পর্যন্ত চলবে। সেল চলাকালীন আপনি একাধিক প্রোটাক্টে অফার এবং ডিল অফার করা হবে, যার মধ্য়ে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এবং অডিও প্রোডাক্ট থাকবে। আপনি যদি নতুন ফোন কেনার কতা ভাবেন বা ল্যাপটপ বা অন্য কিছু প্রডোক্ট, তবে এটা আপনার জন্য সেরা সুযোগ।

আপনি 30,000 এর বেশি নতুন প্রোডাক্ট পাবেন যা আপনি Samsung, Xiaomi এবং Intel এর মত 400 টিরও বেশি ব্র্যান্ড থেকে সস্তা দামে কিনতে পারবেন।

Amazon Prime Day Sale 2022 তারিখ এবং সেল ডিটেল:

অ্যামাজন জানিয়েছে যে তার প্রাইম ডে সেল 2022, 23 জুলাই সকাল 12:00 টায় অর্থাৎ 22 জুলাই রাত 12টায় শুরু হবে। এই সেল 24 জুলাই পর্যন্ত চলবে। এটি একটি 48 ঘন্টার ইভেন্ট হবে যা শুধুমাত্র প্রাইম মেম্বারদের (Amazon Prime Membership) জন্য উপলব্ধ হবে। আপনি যদি প্রাইম মেম্বার না হন, তবে এক বছরের জন্য 1,499 টাকা পেমেন্ট করে মেম্বারশিপ পেতে পারেন। এছাড়া, প্রাইমের মাসিক সাবস্ক্রিপশন 179 টাকা। আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হলে প্রাইম মেম্বারশিপে 50 শতাংশ ছাড় দেওয়া হবে। এর পরে, বার্ষিক সাবস্ক্রিপশনের খরচ হবে প্রায় 750 টাকা।

Amazon Prime Day Sale 2022

মিলবে এই সব ডিসকাউন্ট:

এতে শুধু ফ্ল্যাট ডিসকাউন্ট নয়, আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডেও ছাড় দেওয়া হবে। Amazon ঘোষণা করেছে যে গ্রাহকদের ICICI ব্যাঙ্ক বা SBI কার্ড দিয়ে কেনাকাটা করার জন্য 10 শতাংশ ছাড় দেওয়া হবে। Amazon Pay গ্রাহকরা প্রিপেইড রিচার্জ, বিল পেমেন্ট এবং টিকিট বুক করার ক্ষেত্রে অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। এই সেলের সময় 2,500 টাকা পর্যন্ত প্রাইসও দেওয়া হবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo