Amazon Prime Day Sale 2025: 12 জুলাই থেকে শুরু হবে সবচেয়ে বড় শপিং সেল, মিলবে 80 শতাংশ পর্যন্ত ছাড়

Amazon Prime Day Sale 2025: 12 জুলাই থেকে শুরু হবে সবচেয়ে বড় শপিং সেল, মিলবে 80 শতাংশ পর্যন্ত ছাড়

Amazon Prime Day Sale 2025: অ্যামাজন ইন্ডিয়া অবশেষে তার প্রাইম ডে সেলের ঘোষণা করে দিয়েছে। এটি বছরের সবচেয়ে বড় শপিং সেল। প্রাইম ডে এই বছর 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত চলবে। এই বছর 72 ঘন্টা পর্যন্ত এই সেল চলবে, যার মানে প্রাইম মেম্বররা পুরো তিন দিন পর্যন্ত নতুন প্রোডাক্ট লঞ্চ, এক্সক্লুসিভ ডিল, দুর্দান্ত বাম্পার অফার পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অ্যামাজন জানিয়েছে যে এই বার সেলে 400টির বেশি ভারতীয় এবং গ্লোবাল কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। এখানে Samsung, OnePlus, iQOO, HP, Asus, boAt, Harley Davidson, Lenovo মতো বড় কোম্পানি রয়েছে। এছাড়া, একাধিক প্রোডাক্টে 80 শতাংশ পর্যন্ত ছাড়ও দেওয়া হবে, যেমন ইলেকট্রনিক এন্ড এসেসরিজ, হোম, কিচন এন্ড আউটডোর্স মতো জিনিসে ছাড় থাকবে।

আরও পড়ুন: Vivo T4 Lite 5G vs Oppo K13x 5G: 12 হাজার টাকার কম দামে কোন ৫জি ফোনটি হবে সেরা বিকল্প

amazon prime day sale 2025 date announced bank offers deals

Amazon Prime Day Sale 2025 অফার

এছাড়া মোবাইল ফোন এবং ল্যাপটপে দুর্দান্ত ছাড় দেবে বলে দাবি করেছে কোম্পানি। অ্যামাজনের সেল পেজ থেকে জানা গেছে যে এই বার সেলে Samsung Galaxy S24 Ultra 5G, Samsung Galaxy A55 5G এবং Samsung Galaxy M16 5G ফোনে দেদার পাওয়া যাবে। Asus Vivobook 15 ল্যাপটপ, Lenovo Ideapad এবং Lenovo LOQ গেমিং ল্যাপটপে বড় ছাড়ের সাথে লিস্ট করা হবে আশা করা হচ্ছে।

প্রাইম ডে 2025 সেলে ICICI Bank এবং SBI কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এতে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্ট বা EMI তে ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা Amazon Pay পেমেন্টে 1000 টাকা বা তার চেয়ে বেশি কেনাকাটায় ছাড় বা ক্যাশব্যাক পাওয়া যাবে।

আরও পড়ুন: 7550mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং Snapdragon 8s Gen 4 চিপসেট সহ POCO F7 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo