Amazon Great Summer sale প্রাইম মেম্বরদের জন্য শুর হয়ে গিয়েছে। তবে সাধারন মানুষদের জন্য আজ দুপুর 12টা থেকে শুরু হবে এই সেল। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেক্ট্রনিক প্রোডাক্টে বাম্পার ছাড় দেওয়া হবে। এই সেল থেকে আমরা 5 সেরা ডিল নিয়ে হাজির হয়েছি।
Survey
✅ Thank you for completing the survey!
Great Summer sale চলাকালীন আপনি Amazon Pay Rewards, ICICI, Kotak EMI পেমেন্ট গ্রাহকরা 1250 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত অফারের বিষয়…
নোকিয়া-র এই ফোন আপনি মাত্র 1,599 টাকায় কিনতে পারবেন। তবে এই ফোনের আসল দাম 2,199 টাকা রাখা হয়েছে। ফোনে 1.77-ইঞ্চি স্ক্রিন, 9টি ভারতীয় ভাষার সাপোর্ট দেওয়া হয়েছে।
আপনি যদি বাজেট ফোন কিনতে চান, তবে আপনার কাছে রয়েছে দারুন সুযোগ। Amazon Great Summer sale-এ আপনি 12 হাজার টাকার ফোন মাত্র 8,599 টাকায় কিনতে পারবেন। আপনি যদি আরও সস্তায় এই ফোনটি কিনতে চাইছেন, তবে ব্যাঙ্ক অফারে এটি মাত্র 7,849 টাকায় আপনার হতে পারবে।
আপনি যদি বাজেট প্রাইসে 15 হাজার টাকার কম দামে 5G Phone কিনতে চান, তবে Galaxy M14 5G আপনার জন্য় ভাল বিকল্প হতে পারে। এই ফোনের আসল দাম 17,990 টাকা, তবে ছাড়ে আপনি 13,990 টাকায় এটা কিনতে পারেন। ফোনে ফিচার হিসাবে 6000mAh ব্যাটারি, 50mp ক্যামেরা মতো ফিচার রয়েছে।
আপনি যদি নতুন ইয়ারফোন কিনবেন ভাবছেন, তবে OnePlus Bullets Z2 আপনার জন্য় ভাল অপশন হতে পারে। Amazon Great Summer sale-এ আপনি মাত্র 1,599 টাকায় কিনতে পারবেন। তবে এর আসল দাম 2,299 টাকা। এই ইয়ারফোনের ফিচারের কথা বললে এতে, 10 মিনিট চার্জে আপনি 12.4mm ড্রাইভার, 20 ঘন্টা মিউজিক এবং 30 ঘন্টা ব্যাটারি লাইফ সুবিধা পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile