অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলে তে পাওয়া যাচ্ছে দারুন ইন্ডিপেন্ডেন্স ডে অফার

HIGHLIGHTS

স্বাধীনতা দিবসে মন খুলে স্বাধীনভাবে কেনাকাটা করার দারুন সুযোগ করে দিল অনলাইন রিটেলশপগুলি। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ১৫ আগস্ট বিভিন্ন প্রোডাক্টের উপর দারুন অফার দিচ্ছে।

অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলে তে পাওয়া যাচ্ছে দারুন ইন্ডিপেন্ডেন্স ডে অফার

স্বাধীনতা দিবসে মন খুলে স্বাধীনভাবে কেনাকাটা করার দারুন সুযোগ করে দিল অনলাইন রিটেলশপগুলি। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ১৫ আগস্ট বিভিন্ন প্রোডাক্টের উপর দারুন অফার দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি নোট 7 লঞ্চ, 5.7 ইঞ্চি কাবার্ড ডিসপ্লে, আইরিস স্ক্যানার দিয়ে সজ্জিত করা

অনলাইন রিটেল জায়েন্ট অ্যামাজনে এখনই 'গ্রেট ইন্ডিয়ান সেল' চলছে। স্ন্যাপডিলও নিয়ে আসছে, 'উইশ ফর ইন্ডিয়া সেল'। যেখানে বিভিন্ন প্রোডাক্টের উপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড়পাওয়া যাবে। ফ্লিপকার্টও এই প্রতিযোগিতায় মোটেই পিছিয়ে নেই। ফ্লিপকার্টের 'দ্য ফ্লিডম সেল' চলবে ১০ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। এই অফারে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারের উপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বিভিন্ন প্রোডাক্টের উপর।

চোখ রাখুন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলের ওয়েবসাইটে।

আরও দেখুন : হনর নোট 8 স্মার্টফোন 6.6 ইঞ্চি QHD ডিসপ্লে সঙ্গে লঞ্চ

আরও দেখুন : 3G/4G ডেটা প্যাক অনেক কমিয়ে দিল এই সার্ভিস প্রোভাইডরেরা!

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo