HIGHLIGHTS
এই সেল অ্যামাজনে 8 ডিসেম্বর শুরু হয়েছে আর এটি 14 ডিসেম্বর পর্যন্ত চলবে
ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া 8-14 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লে ফেস্ট নিয়ে এসেছে আর এইও সময়ে আইফোন, আইপ্যাড থেকে ম্যাকবুক সব কিছুর ওপর দারুন অফার পাওয়া যাচ্ছে। আর আপনারা এই অফারের সুযোগ নিতে পারেন।
SurveyiPhone X ফোনটি এই সেলে 79,999 টাকার বদলে 74,999 টাকায় কেনা যাবে। আর এছাড়া এই ডিভাইসটি 9 মাসের নো কস্ট EMI তে কেনা যাবে। এখান থেকে কিনুন।
iPhone 8 য়ের দাম 54,999 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। আর এই ফোনটিও নো কস্ট EMI তে কেনা যাবে। এখান থেকে কিনুন।
অ্যাপেল ম্যাকব্যক কোর i5 সেলে 57,990 টাকায় কেনা আজবে।আ র এছাড়া এই ম্যাকবুকটি নো কস্ট EMI তে আর এক্সচেঞ্জ অফারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
এই লেটেস্ট ল্যাপটপটি 114,900 টাকায় কেনা যাবে আর এই প্রোডাক্টটি এক্সচেঞ্জ অফারে কিনলে 14,034 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
এখানে এই ঘড়িটি কেনার সময়ে 26,900 টাকাতে কেনা যাবে। আর এই ফোনটি নো কস্ট EMI তে কেনা যাবে। এখান থেকে কিনুন।