Air Cooler Cooling Tips: সামান্য এই 2 জিনিস দিলেই কেল্লা ফতে, পুরনো Cooler দেবে AC এর মতো ঠান্ডা হাওয়া
কিছু সহজ উপায় আপনি Cooler থেকেই এসির মতো কুলিং পেতে পারেন
দুটি জিনিস রয়েছে যা কুলার থেকে সুপার কুল হাওয়া দেবে
আপনার বাড়ির রান্নাঘরেই সেই দুটি জিনিস রয়েছে যা কুলার থেকে সুপার কুল হাওয়া দেবে
Air Cooler Cooling Tips: গরমের তাপ এখনই বাড়তে শুরুকে দিয়েছে। পাখা বা কুলার সবার জন্য প্রয়োজনিয় হয় উঠেছে। এসি চালানো বা কেনা সবার বাজেটে আসে না। প্রথম কারণ হল দাম এবং দ্বিতীয় ইলেকট্রিক বিল। তবে যদি এই সমস্যার উপায় আপনার বাড়ি বসেই নাম মাত্র খরচে হয় যায় তো?
Surveyসঠিক জায়গায় রাখুন Cooler Cooling Tips
আপনার বাড়িতে যদি পুরনো কুলার রয়েছে তবে আর চিন্তা নয়। কিছু সহজ উপায় আপনি কুলার থেকেই এসির মতো কুলিং পেতে পারেন।
আসলে আপনি যদি সঠিক জায়গায় কুলারটি রাখেন তবে আপনি ভাল শীতল হাওয়া পেতে পারেন।
আরও পড়ুন: মাত্র 4699 টাকা থেকে শুরু Portable Air Cooler এর দাম, অ্যামাজন গ্রেট সামার সেলে দেদার ছাড়
সবসময় কুলার এমন জায়গায় রাখা উচিত যেখানে হাওয়া বেরিয়ে যেতে পারেন এবং ঘরের চারিদিকে হাওয়া ছরিয়ে দিতে পারে।

ঘরেই রয়েছে দুটি প্রয়োজনিয় জিনিস
আপনার বাড়ির রান্নাঘরেই সেই দুটি জিনিস রয়েছে যা কুলার থেকে সুপার কুল হাওয়া দেবে। সেটি হল বরফ এবং নুন।
এই দুটি জিনিস আপনার কুলারে দিয়ে দিলে কুলারের হাওয়া শীতল থাকবে এবং আপনার ঘরকে অনেকক্ষন ঠান্ডা রাখবে।
প্রায় সবার বাড়িতেই ফ্রিজ থাকে। আপনি রেফ্রিজারেটার থেকে কিছু বরফের টুকরো কুলারের জলে দিয়ে রাখুন। যার পরে কুলার চালালে সেটি দ্রুত ঠান্ডা হাওয়া দিতে শুরু করবে।
নুন এর কথা বললে, জলে শুধু বরফ দেওয়াই শেষ নয়, এর সাথে সামান্য নুন ফেলে দিন। নুন বরফকে শীঘ্র গলিয়ে দেয়। যার ফলে জলটি বেশি সময়ের জন্য ঠান্ডা রাখে।
ভাল ভেন্টিলেশন প্রয়োজন
ঘরে ঠান্ডা হাওয়া দীর্ঘ সময় পর্যন্ত থাকুক এবং ঠান্ডা হাওয়া দিতে থাকুক, তার জন্য ঘরে ভাল ভেন্টিলেশন হতে হবে। এর জন্য জানালার একটি পাল্লা খুলে দিন বা এক্সজস্ট ফ্যান চালিয়ে রাখুন।
আরও পড়ুন: Deal Alert: একধাপে 13 হাজার টাকা সস্তায় 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile