এবার আধার কার্ড আপডেট করা হবে আরো সহজ, এল UIDAI এর নতুর নির্দেশ

এবার আধার কার্ড আপডেট করা হবে আরো সহজ, এল UIDAI এর নতুর নির্দেশ
HIGHLIGHTS

আধার কার্ড আপডেটের জন্য় ২০ হাজার 'কমন সার্ভিস সেন্টার' কে অনুমতি দিল UIDAI

২৪ এপ্রিল থেকে কিছু শর্তরেখে সিএসসি গুলোকে ছাড়পত্র

২০২০ সালের জুন মাসের শেষের দিকে গোটা পরিষেবা প্রস্তুত করা হবে

আধার আপডেট করতে পারবেন আরও সহজে ৷ সম্প্রতি সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ দেশের সবচে জরুরি ডকুমেন্ট আধার কার্ডে (Aadhar Card) যদি আপনার কোনো ভুল থাকে বা আধার কার্ড আপডেট করাতে হয় তাহলে খুব সহজেই এবার এইটা হওয়া সম্ভব।

দেশজুড়ে ২.৭৪ লক্ষ সিএসসি কাজ করছে বলে জানা গিয়েছে। আধার কার্ড আপডেটের জন্য় জেলাস্তরে সিএসসি ই-গভর্ন্য়ান্স সার্ভিসের অফিস চালু করেছে ইউআইডিএআই।

২০ হাজার 'কমন সার্ভিস সেন্টার' পেল অনুমতি

আধার কার্ড আপডেটের জন্য় ২০ হাজার 'কমন সার্ভিস সেন্টার' (CSC) কে অনুমতি দিল দ্য় ইউনিক আইডেন্টিফিকেশন অথিরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এবার আপনি কমন সার্ভিস সেন্টারের মাধ্য়মে আপডেট করাতে পারবেন। ২৪ এপ্রিল থেকে কিছু শর্তরেখে সিএসসি (CSC) গুলোকে ছাড়পত্র দেওয়া বলে জানা গিয়েছে।

এ বিষয়ে সিএসসি ই-গর্ভন্য়ান্স সার্ভিসের সিইও দীনেশ ত্য়াগীকে লেখা চিঠিতে ইউআইডিএআই জানিয়েছে,"শুধুমাত্র জনসংখ্য়া বিষয়ক তথ্য় আপডেট করা যাবে…”। ইউআইডিএআই-এর (UIDAI) তরফে জানানো হয়েছে, ২০২০ সালের জুন মাসের শেষের দিকে গোটা পরিষেবা প্রস্তুত করা হবে বলে আশা করা যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন যে CSC-কে UIDAI এর নির্দেশ মেনে কাজ করতে হবে ৷ তিনি আরও বলেন এর জন্য গ্রামীণ এলাকায় নাগরিকরা বাড়ির কাছে আধার সেবা পাবেন এবার সহজেই ৷

এর আগে ব্যাঙ্কিং correspondent এর মাধ্যমে করা হত ৷ এই সমস্ত সেন্টারে আধার আপডেটের সিস্টেম তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

বাচ্চাদের বায়োমেট্রিক করা যাবে আপডেট

CSC থেকে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করা যাবে ৷ পাশাপাশি ঠিকানাও আপডেট করা যাবে ৷ এর জন্য সেন্টার সঞ্চালককে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জমা দিতে হবে, যা তিন মাসের বেশি পুরনো হলে চলবে না ৷

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo