Panchayat 3 Trailer: নতুন সিজনে কী থাকবে নতুন সচিব জি? ওটিটিতে ধামাকা করতে আসছে পঞ্চায়েত ৩, এই দিন হবে ট্রেলার রিলিজ

HIGHLIGHTS

বহু প্রতীক্ষার পর Panchayat 3 ওয়েব সিরিজের তৃতীয় সিজন ফিরে আসছে অ্যামাজনে

পঞ্চায়েত ৩ সিজন এর ট্রেলর 17 মে মুক্তি পাবে

পঞ্চায়েত এর তৃতীয় সিজন মে মাসের 28 তারিখ প্রাইম ভিডিওতে মুক্তি পাবে

Panchayat 3 Trailer: নতুন সিজনে কী থাকবে নতুন সচিব জি? ওটিটিতে ধামাকা করতে আসছে পঞ্চায়েত ৩, এই দিন হবে ট্রেলার রিলিজ

Panchayat 3 Trailer Date OUT: পঞ্চায়েত হল অ্যামাজন প্রাইম ভিডিয়োর (Amazon prime Video) বিখ্যাত ওয়েব সিরিজ। বহু প্রতীক্ষার পর এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন ফিরে আসছে অ্যামাজনে। আগের দুটি সিজন দর্শকদের এমন মন জয় করেছে যে তারা দ্বিতীয় পার্ট শেষ হতে তৃতীয় সিজনের অপেক্ষায় অধীর আগ্রহে বশে রয়েছে। তবে আর প্রতিক্ষা নয়! সম্প্রতি অ্যামাজনের তরফে পঞ্চায়েত 3 এর নতুন সিজনের মুক্তির তারিখ ঘোষনা করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার দর্শকদের উত্তেজনা আরও বাড়াতে প্রাইম ভিডিও পঞ্চায়েত ৩ এর নতুন সিজনের ট্রেলার এর তারিখ ঘোষনা করেছে।

আরও পড়ুন: Latest OTT Release: হীরামান্ডি থেকে শয়তান! গত সপ্তাহে ওটিটিতে এসেছে কোন ছবি এবং সিরিজ?

Panchayat 3 সিজনের ট্রেলার কবে রিলিজ হবে

পঞ্চায়েত ৩ সিজন এর ট্রেলর 17 মে মুক্তি পাবে। শো এর নির্মাতা সোশ্যাল মিডিয়ায় ট্রেলার এর তারিখ ঘোষনা করেছে।

Panchayat 3 কবে হবে রিলিজ

পঞ্চায়েত এর তৃতীয় সিজন মে মাসের 28 তারিখ প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

ফুলেরা গ্রামের তৃতীয় সিজনে কী থাকবে বিশেষ

Panchayat 3 Trailer date
পঞ্চায়েত এর তৃতীয় সিজন মে মাসের 28 তারিখ প্রাইম ভিডিওতে মুক্তি পাবে

খবর অনুযায়ী, পঞ্চায়েত এর নতুন সিজনে আমরা নতুন সচিব কে দেখতে পাবে। গ্রামের নতুন সচিব হিসেবে আমরা গণেশ কে দেখব। তবে ফুলেরা গ্রামবাসীরা এত সহজে সচিবের চেয়ার অর্থাৎ অভিষেক ত্রিপাঠী কে যেতে দেবে না। প্রধানজি এবং তার পরিবার অভিষেক ত্রিপাঠীর চেয়ার বাঁচাতে বানারকাস এবং অন্যদের সঙ্গে লড়াইও করছেন। তবে ফুলেরা গ্রামের আসল ব্যাপার আমরা এই সিজনের মুক্তির পরেই জানতে পারব।

আরও পড়ুন: Baahubali Crown Of Blood OTT: আবার নতুন চমক নিয়ে ফিরে আসছে বাহুবলী!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo