WhatsApp-এ আপনার অফিসের লোক, পরিবারের সদস্যরা বা বন্ধুরা হুট করে তৈরি করে দেয় একটি গ্রুপ এবং আপনার না চাইতেও আপনাকে এই গ্রুপে যোগ করে দেওয়া হয়। পাশাপাশি সেই গ্রুপে আসতে থাকে একের পর এক বিরোক্তিকর নোটিফিকেশন। একাধিক নোটিফিকেশনের জ্বালায় মাঝের মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই অজান্তে চোখের আড়াল হয়ে যায়। তবে এবার এই জ্বালা থেকে মুক্তি দিতে নতুন ফিচার নিয়ে এল WhatsApp।
Survey
✅ Thank you for completing the survey!
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে আপনি গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন রাখতে পারবেন। এই ফিচারের সাহায্যে আপনি গ্রুপ চ্যাটকে বরাবরের জন্য মিউট করে দিতে পারবেন। এর আগে পর্যন্ত আপনি WhatsApp-এ একাধিক গ্রুপের মেসেজ বা চ্যাট কিছু সময়ের জন্য মিউট করে রাখতে পারতেন। এই ক্ষেত্রে সাধারণত তিনটি অপশন পাওয়া যেত- ৮ ঘণ্টা, এক সপ্তাহ, এক বছর পর্যন্ত মিউট করার। তবে এবার ৮ ঘন্টা, এক সপ্তাহের পাশাপাশি নতুন অপশনও পাওয়া যাবে Always। এই Always অপশনেই ক্লিক করেই আপনি বরাবরের মতো নির্দিষ্ট গ্রুপের চ্যাট মিউট করতে পারবেন।