হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত ফিচার, কল মিস হলেও জয়েন করা যাবে গ্রুপ কল

HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচারের ঘোষণা করেছে

হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কল মিস করার পরেও আপনি এই কলে জয়েন করতে পারবেন

নতুন ফিচার ভয়েস এবং ভিডিও কল দুটি ক্ষেত্রেই কাজ করবে

হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত ফিচার, কল মিস হলেও জয়েন করা যাবে গ্রুপ কল

গত এক বছর ধরে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে বিটা ভার্সনে একাধিক ডিভাইস সাপোর্টের টেস্টিং করছে যার পরে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে অ্যাক্সেস করা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচারের ঘোষণা করেছে। ফেসবুকের এই ফিচার সম্পর্কে সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন। নতুন ফিচারটি হল, হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কল মিস করার পরেও আপনি এই কলে জয়েন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনও কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলটি রিসিভ না করতে পারেন তবে আপনি পরে সেই গ্রুপ কলটিতে যোগ দিতে পারেন।

এছাড়াও, আপনি কল চলাকালীন মাঝখানে ছেড়ে যেতে পারবেন এবং আবার থেকে কনেক্ট করতে পারবেন। তবে গ্রুপ কল শেষ হয়ে গেলে আপনি এতে জয়েন করতে পারবেন না। নতুন ফিচার ভয়েস এবং ভিডিও কল দুটি ক্ষেত্রেই কাজ করবে।

কীভাবে হোয়াটসঅ্যাপের মিসড গ্রুপ কল জয়েন করবেন?

যদি কেউ আপনাকে গ্রুপ কল করে থাকে এবং সেটা আপনি কোনও কারণে রিসিভ করতে পারেননি তবে হোয়াটসঅ্যাপ খোলার পরে আপনি জয়েন আউটগোয়িং কল অপশন দেখতে পাবেন, যা ক্লিক করে আপনি গ্রুপ কল জয়েন করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo