HIGHLIGHTS
আপনি যদি এখনও অব্দি তেজ অ্যাপের ব্যবহার না করে থাকেন আর এর রিকুয়েস্ট মানি ফিচারের বিষয়ে না জানেন তবে এই আর্টিকেলটি পড়ে দেখতে পারেন
গুগলের একটি অনলাইন পেমেন্ট সার্ভিস হল তেজ আর এর মাধ্যমে খুব সহজেই কোন অ্যাকাউন্ট নম্বর আর IFSC কোড দিয়ে টাকা ট্র্যান্সফার করা সম্ভব। এই অ্যাপটির মাধ্যমে টাকা ট্র্যান্সফার করে ইউজার্সরা রিওয়ার্ড পান আর ইউজার্সরা এই অ্যাপে পাওয়া অফারের সুবিধাও পেতে পারবেন। আজকে স্মার্টফোন সহ এই ননটেক জিনিস গুলিও ফ্লিপকার্টে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
Surveyআপনি যদি এখনও অব্দি তেজ অ্যাপেটি ব্যবহার না করে থাকেন আর এর রিকোয়েস্ট মানি ফিচারের বিষয়ে না জানেন তবে এই আর্টিকালটি পড়তে পারেন। রিকুয়েস্ট মানির মাধ্যমে আপনি ফোনে সেভ থাকা নম্বরে রিকুয়েস্ট পাঠিয়ে টাকা নিতে পারবেন।