এসে গেল JioHotstar অ্যাপ, মাত্র 149 টাকায় 3 মাস পর্যন্ত দেখা যাবে পছন্দের শো, সিনেমা, ক্রিকেট ম্যাচ
Jio এর নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar লঞ্চ করে দিয়েছে
JioStar আপগ্রেড হয় 14 ফেব্রুয়ারি থেকে JioCinema এবং Disney+ Hotstar মার্জ হয় একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar লঞ্চ হয়েছে
এই প্ল্যাটফর্মে JioCinema এবং Disney+ Hotstar অ্যাপে পাওয়া শো, সিনেমা, সিরিজ, টিভি শো একই জায়গায় পাওয়া যাবে
Jio এর নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar লঞ্চ করে দিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং ডিজনি এর জয়েন্ট ভেনচার কোম্পানি JioStar আপগ্রেড হয় 14 ফেব্রুয়ারি থেকে JioCinema এবং Disney+ Hotstar মার্জ হয় একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar লঞ্চ হয়েছে। এই প্ল্যাটফর্মে JioCinema এবং Disney+ Hotstar অ্যাপে পাওয়া শো, সিনেমা, সিরিজ, টিভি শো একই জায়গায় পাওয়া যাবে।
জিও সিনেমা গ্রাহকদের অটোমেটিক প্রিমিয়াম এক্সেসে আপগ্রেড করে দেওয়া হবে। আসুন ডিটেলে জেনে নেওয়া যাক জিওহটস্টার অ্যাপে পাওয়া কন্টেন্ট দেখার জন্য কত টাকা খরচ করতে হবে।
JioHotstar এর সাবস্ক্রিপশন প্ল্যান
জিওহটস্টার অ্যাপের জন্য কোম্পানির কাছে তিনটি প্ল্যান রয়েছে। রিচার্জ প্ল্যানে বেস মোবাইল প্ল্যানের দাম 149 টাকা রাখা হয়েছে। যার সাথে 3 মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া সুপার প্ল্যানের দাম 299 টাকা (3 মাসের সাবস্ক্রিপশন) এবং প্রিমিয়াম প্ল্যানের দাম 499 টাকা (3 মাসের সাবস্ক্রিপশন) রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই তিনটি প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।
JioHotstar 149 টাকার মোবাইল প্ল্যান
আপনি যদি জিওহটস্টার সবচেয়ে সস্তা প্ল্যান দেখেত চান, তবে এড সাপোর্ট সহ প্ল্যান রিচার্জ করতে পারেন। আপনি যদি এই প্ল্যানে বছরভরের রিচার্জ করাতে চান তবে 499 টাকায় কেনা যাবে। এই প্ল্যান এক সময় একটি মোবাইল ডিভাইসে চলবে। বার্ষিক প্ল্যানে কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।
জিওহটস্টার 299 টাকার সুপার প্ল্যান
এই সুপার প্ল্যান এক সময় 2 ডিভাইসে চলতে পারে। এই প্ল্যান রিচার্জে গ্রাহকরা মোবাইল, ল্যাপটপ, টিভি, প্যাড মতো যেকোনো ডিভাইসে হটস্টার এর কন্টেন্ট দেখতে পারেবন। 299 টাকার এই প্ল্যান 3 মাসের সাবস্ক্রিপশন সহ আসে। এছাড়া বছরভরের সুপার প্ল্যান রিচার্জ করলে এটির খরচ 899 টাকা।
জিওহটস্টার 499 টাকার প্রিমিয়াম প্ল্যান
499 টাকার প্রিমিয়াম প্ল্যানে গ্রাহকরা যেকোনো 4 ডিভাইসে কন্টেন্ট দেখতে পারেন। এই প্ল্যানেও তিন মাসের সাবস্ক্রিপশন দেওয়া হয়। পাশাপাশি, পুরো এক বছরের প্ল্যানের দাম 1499 টাকা। এই প্ল্যানে জিওহটস্টার এর এড ফ্রি প্ল্যান। এতে আপনি ফিল্ম, সিরিজ, শো দেখার সময় কোনো বিজ্ঞাপন দেখতে পারবেন না।
আরও পড়ুন: এই পাওয়ারফুল চিপসেট সহ আসতে পারে Vivo T4x 5G, ভারতে লঞ্চের আগেই হল লিক
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile