Instagram লঞ্চ করল Diwali স্পেশ্যাল স্টিকার, জানুন কীভাবে করবেন ব্য়বহার

HIGHLIGHTS

দীপাবলি( Diwali 2021) উপলক্ষে ইনস্টাগ্রাম এনেছে নতুন তিনটি স্পেশ্যাল স্টিকার

এই ফিচার #ShareYourLight ক্যাম্পেইনের অধীন

আজ থেকে লাইভ হবে এই বিশেষ স্টিকারগুলি

Instagram লঞ্চ করল Diwali স্পেশ্যাল স্টিকার, জানুন কীভাবে করবেন ব্য়বহার

দীপাবলি( Diwali 2021) উৎসবে মেতেছে সবাই। Instagram উৎসব উপলক্ষে এনেছে নতুন তিনটি স্টিকার। যেগুলি ইউজারেরা তাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে আনন্দ নিতে পারবেন। যখন ইউজারেরা নিজেদের স্টোরিতে কোনো দিওয়ালি স্পেশ্যাল স্টিকার শেয়ার করবেন তখন ফলোয়ারেরাও তা দেখতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ইনস্টাগ্রামের দিওয়ালি উপলক্ষ্যে তৈরি গ্লোবাল ক্যাম্পেইন #ShareYourLight পার্টের অংশ। এই স্টিকারগুলি তৈরি করা হয়েছে ব্যাঙ্গালোরের ইলাস্ট্রেটারের সাথে কোলাবোরেশনে।

জেনে নিন কীভাবে এই স্টিকারগুলিকে ইউজ করবেন-

  • ইনস্টাগ্রামে যে কনটেন্ট শেয়ার করতে চান তা ক্যাপচার বা আপলোড করুন।
  • এরপর ওপরের নেভিগেটার বার থেকে স্টিকার টুল (Sticker Tool) সিলেক্ট করুন।
  • স্টিকার টুলের ফিচার সেকশনে আপনি তিনটি দীপাবলি থিমের স্টিকার দেখতে পাবেন। এর মধ্যে থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে পারেন।
  • এই স্টিকারকে কনটেন্টের মধ্যে পছন্দের মতো জায়গাতে বসিয়ে স্টোরি হিসেবে পোস্ট করতে পারবেন।

এই স্টিকার ফিচার আজ থেকে ভিজেবেল হবে সমস্ত ইউজারদের জন্য। মাল্টি-অথার স্টোরি হিসেবে স্টিকারগুলি লাইভ হবে 2 নভেম্বর থেকে।

Instagram ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন ইমপোর্ট কনট্যাক্ট ফিচার। যার সাহায্যে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে করা যাবে ক্রস-অ্যাপ গ্রুপ চ্যাট। ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট হিসেবে ফেসবুক এনেছে এই ফিচার। এছাড়া ইনস্টাগ্রামের DM গ্রুপ সেকশনে নিয়ে আসা হয়েছে টাইপিং ইন্ডিকেটার ফিচার। যার সাহায্যে অন্যরা টাইপ করছেন কিনা তা দেখতে পারবেন ইউজার

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo