HIGHLIGHTS
এবার ইউজার্সরা @oksbi UPI আইডি বানাতে সক্ষম হবে আর এর সঙ্গে SBI কাস্টমাররা এক্সক্লিউশিভ অফারের সুবিধাও নিতে পারবে
এই মঙ্গলবার গুগল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর সঙ্গে নিজের ডিজিটাল অ্যাপ “তেজ” যুক্ত করার কথা ঘোষনা করেছে। এবার ইউজার্সরা @ oksbi UPI আইডি বানাতে সক্ষম হবে আর এর সঙ্গে SBI কাস্টমার্সরা এক্সক্লিউশিভ অফার্সের সুবিধাও পেতে পারবেন। ফ্লিপকার্টে শুরু হল অ্যাপেল ডেজ
Surveyগত বছরের সেপটেম্বরে লঞ্চ হওয়া "Tez" অ্যাপ এখনও অব্দি 250 মিলিয়ানের থেকে বেশি ট্রাঞ্জাকশান আর সারা দেশে 13.5 মিলিয়ানের বেশি সক্রিয় মান্থলি ব্যবহার কারী আছে।
এসবিআই এর চেয়ারম্যান রজনিশ কুমার এক জায়গায় বলেছেন যে, “গুগল তেজের সঙ্গে চুক্তি করে আমদের 40 কোটির বেশি গ্রাহকদের জন্য নতুন সুযোগ দেওয়া হচ্ছে”।
“তেজ” এর ইনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর ওপর বানানো হয়েছে, যা গ্রাহকরা নিজেদের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে 70টির বেশি ইউপিআই- সক্ষম ব্যাঙ্কের পেমেন্ট করার অনুমতি পাওয়া যায়। এই অ্যাপটি ইংরেজি ছাড়া অন্য 7টি ভাষাতেও পাওয়া যায়। এর মধ্যে বাংলা সহ হিন্দি, গুজরাতি, কন্নড়, মারাঠি, তামিল আর তেলেগু আছে।