ফেসবুক শীঘ্রই ব্যবহারকারীদের জন্য ‘ডিসলাইক’ এর বিকল্প চালু করবে

ফেসবুক শীঘ্রই ব্যবহারকারীদের জন্য ‘ডিসলাইক’ এর বিকল্প চালু করবে
HIGHLIGHTS

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক শীঘ্রই ব্যবহারকারীদের জন্য ডিসলাইক এর বিকল্প প্রস্তাব করবে।

পরীক্ষা মূলক ভাবেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে (Facebook) শুরু হল 'ডিসলাইক বোতাম'। তবে লাইক অপশনের মত এখনই ডিসলাইক অপশনকে ফেসবুকের ফিচারে নিয়ে আসছে না বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক সাইট। ইমোজিতেই 'ডিসলাইক' অপশন নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক (Facebook)। মূলত 'থাম্বস ডাউন' চিহ্নকেই ডিসলাইক হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে 'থাম্বস ডাউন' ইমোজি ডিসলাইক কিংবা অপছন্দের থেকেও 'না' বোঝাতে বেশি ব্যবহার করা হচ্ছে বলে টাইমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে.. 

২০১৫ থেকেই ফেসবুক ম্যাসেঞ্জারে 'রিয়েকশন'-এর প্রচলন শুরু হয়। যেমন 'থাম্বস আপ' মানে লাইক/পছন্দ, চোখে লাভ সাইন, যার অর্থ 'প্রেম' ইত্যাদি ইত্যাদি। এবার ফেসবুক ব্যবহারকারীর রিয়েকশন জানতে 'থাম্বস ডাউন' ইমোজিকে নিয়ে পরীক্ষা করছে ফেসবুক।

আরও দেখুন : জিও’র চমত্কার অফার, গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা

আরও দেখুন : অ্যাপল আইফোন 7 ফোনে পাওয়া যাচ্ছে চমত্কার ডিসকাউন্ট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo