ফেবসুক মেসেঞ্জার লাইটে ভিডিও চ্যাটের সুবিধা শুরু হয়েছে

HIGHLIGHTS

মেসেঞ্জার লাইটের সাইজ মাত্র 10 MB, আর এটি অনেক তাড়াতাড়ি ইন্সটল করা যায় আর এটি খুব তাড়াতাড়ি কাজ করে

ফেবসুক মেসেঞ্জার লাইটে ভিডিও চ্যাটের সুবিধা শুরু হয়েছে

ফেসবুক মেসেঞ্জার লাইটে ভিডিও চ্যাটের সুবিধা শুরু করে দিয়েছে, যা অ্যান্ড্রয়েডের জন্য মেসেঞ্জারের হাল্কা সংস্করন, যা পুরনো ডিভাইসের ধীরে ইন্টারনেট কানেকশানের জন্য শুরু করা হয়েছিল। ফ্লিপকার্টে স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মেসেঞ্জার লাইটের সাইজ মাত্র 10 MB, যা অনেক ফাস্ট ইন্সটল করা যায় আর যা স্পিডের সঙ্গে শুরু করা যায়।

এতে মেসেঞ্জারে দেওয়া সমস্ত প্রধান পরিষেবা আছে। আর এটি মেসেঞ্জার লাইট আর মেসেঞ্জার দুটিতেই টেক্সট, ফটো, লিঙ্ক পাঠাতে পারে আর অডিও/ভিডিও কল করা যেতে পারে।

ফেসবুক গত সপ্তাহে এক জায়গায় জানিয়েছে যে, “এবার মেসেঞ্জার লাইটের ব্যবহার করার জন্য তারা অনেক বেশি সমৃদ্ধ আর অর্থপূর্ণ ফেস-টু-ফেস কথার অন্তর্গত করতে পারবে, যা ফেসবুকের প্রধান মেসেঞ্জার হিসাবে পাওয়া যাচ্ছে”।

ফেসবুক জানিয়েছে যে অডিও কলের সময় ভিডিও কলও সক্রিয় করা যাবে।

কোম্পানি জানিয়েছে যে মেসেঞ্জিং য়ের সুবিধা প্রতিদিনের কথায় ভিডিও কলের সুবিধা দেওয়া হয়েছে যা এখন একটি দরকারি ও জনপ্রিয় কলিং ফিচার।

যারা প্রধান মেসেঞ্জার অ্যাপের ব্যবহার করে তাদের মধ্যে ভিডিও কল যথেষ্ট জনপ্রিয়।

২০১৭ সালে মোট ১৭ আরব ভিডিও চ্যাট করা হয়েছে, যা এক বছর আগের থেকে প্রায় দ্বিগুণ।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo