WhatsApp-এর ফন্ট পছন্দ নয়? দেখুন কোন উপায়ে বদলাবেন

WhatsApp-এর ফন্ট পছন্দ নয়? দেখুন কোন উপায়ে বদলাবেন
HIGHLIGHTS

WhatsApp -এর ফন্ট ভাল না লাগলে এবার পাল্টানো যাবে

বদলে ফেলা যাবে WhatsApp -এর রংও

কী করে WhatsApp -এ ফন্ট এবং রং পাল্টাবেন দেখুন

WhatsApp ব্যবহার করেন না আজকালকার যুগে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু অনেক সময়ই ব্যবহারকারীদের মনে হয় এই অ্যাপের এক লুক বড্ড একঘেঁয়ে। বারবার এই এক ফন্ট দেখতে দেখতে বিরক্তি চলে আসতে পারে। তবে এখন এই একঘেঁয়েমি কাটান সহজে। 

একটি নতুন থার্ড পার্টি অ্যাপ স্টাইলিশ টেক্সট ফন্ট কিবোর্ড এখন WhatsApp ব্যবহারকারীদের সহজেই নীল রঙে মেসেজ পাঠাতে সাহায্য করবে, একই সঙ্গে বিভিন্ন ধরনের  ফন্টেও মেসেজ পাঠানো যাবে এই অ্যাপের সাহায্যে। 

তবে হ্যাঁ এই অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই এটা মনে রাখবেন যে এটা একটা থার্ড পার্টি অ্যাপ। তাই ডাউনলোড করার আগে দুবার ভেবে নেবেন। তবে নিরাপত্তার দিক দিয়ে এই অ্যাপটি মন্দ নয়, এই অ্যাপ আপনার থেকে কোনও রকম পারমিশন চাইবে না কাজ করার জন্য। ফলে এটা একটা ভাল বিষয়।

অন্যান্য অ্যাপ কিন্তু নানা পারমিশন চায় কাজ করার জন্য। তবে এই অ্যাপ এই তথ্য অবশ্যই নেয় যে  এটা কী বন্ধ হয়ে যেতে পারে নাকি স্মুদ এক্সপিরিয়েন্স পাচ্ছে ব্যবহারকারীরা। 

কী করে নীল এবং বিভিন্ন ফন্টে মেসেজ পাঠাবেন দেখুন: 

সবার আগে Google Play Store -এ গিয়ে Stylish Text- Fonts Keyboard অ্যাপটি ডাউনলোড করুন। 

আরও পড়ুন: WhatsApp-এ আসছে Edit Message ফিচার, কীভাবে কাজ করবে এটি?

এবার এই অ্যাপ খুলুন এবং তারপর আসা তীর চিহ্নে ক্লিক করতে থাকুন যা আপনার ফোনের স্ক্রিনের নিচের ডানদিকে থাকবে। 

এবার এগ্রি অপশনে ক্লিক করুন। তারপর নিচের ডানদিকে থাকা কিবোর্ড সেকশনে ক্লিক করুন। 

এবার কিবোর্ড অপশন এনাবল করুন এবং একই সঙ্গে স্টাইলিশ টেক্সট কিবোর্ড অপশনও অন করে দিন। 

Change WhatsApp font and colour in this way

এবার অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন। 

এবার WhatsApp -এ যান। যে কোনও চ্যাট খুলুন। এবার মেসেজ বারে ক্লিক করুন যেখানে আপনি টেক্সট লেখেন। 

এবার কিবোর্ড আইকনে ক্লিক করুন। দেখুন এটা কিবোর্ডের নিচে অপশন আছে। এবার ব্যবহারকারীরা স্টাইলিশ ফন্ট দেখতে পাবেন কিবোর্ডের উপরে। 

আরও পড়ুন: Twitter-এর বড় আপডেট দিলেন Elon Musk! যুক্ত হচ্ছে পিকচার ইন পিকচার মোড সহ এই ফিচারগুলো

আর আপনার নীল রং পছন্দ হলে মেসেজের রং তাতেও সহজে বদলে নিতে পারেন। এটার জন্য কিবোর্ডের বাঁদিকের যে অপশন আছে যেখানে বিভিন্ন ফন্ট এবং স্টাইল উপলব্ধ সেখানে এটা পেয়ে যাবেন।

এবার ব্লু ফন্ট মেসেজ দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলেই আপনি নীল রঙের টেক্সট পাঠাতে পারবেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo