মাত্র ১০ দিনের মধ্যে ‘ভীম অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করেছে এক কোটি মানুষ

HIGHLIGHTS

৩০ ডিসেম্বর ২০১৬, ভীম অ্যাপ লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এখনও পর্যন্ত প্রায় ১ কোটি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে৷

মাত্র ১০ দিনের মধ্যে ‘ভীম অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করেছে এক কোটি মানুষ

নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ডিজিধন মেলায় ভীম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩০ ডিসেম্বর ২০১৬, ভীম অ্যাপ লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কেন্দ্রীয় সরকার মোবাইল ওয়ালেট ‘ভীম’ বাজারে লঞ্চ করার পর থেকেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাজারে৷ অল্পদিনের মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটি৷ লঞ্চ হওয়ার পর থেকেই ভীম অ্যাপ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে৷ এখনও পর্যন্ত প্রায় ১ কোটি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে৷

আরও দেখুন : আসুস জেনফোন পেগাসুস 3S স্মার্টফোন লঞ্চ, অ্যানড্রইড নৌগাট এবং 5000mAh ব্যাটারি’র সঙ্গে সজ্জিত

মোদি বলেছেন, বাবাসাহেব আম্বেদকরের নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে লেনদেনের জন্য পুরস্কারের বন্দোবস্তও করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, এবার আঙুলের ছোঁয়ায় এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের কাজ সারা যাবে খুব সহজেই৷

জানা গিয়েছে, মাত্র ১০ দিনে ১ কোটি স্মার্টফোনে ডাউনলোড করা হয়েছে এই অ্যাপটি৷ এর জেরে ডিজিটাল লেনদেন এখন অনেক সহজ হয়ে গিয়েছে৷ সেই কারনে নবীন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি৷

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ভীম অ্যাপ মেক ইন ইন্ডিয়া গড়তে সাহায্য করবে৷ পাশাপাশি দুর্নীতি ও কালো টাকা দুর করতেও সাহায্য করবে৷

আরও দেখুন : জোলো এরা 2X স্মার্টফোন এবার ফ্লিপ্কার্টে বিক্রয়ের জন্য হল উপলব্ধ

আরও দেখুন : কেন্দ্র সরকার শীঘ্রই আনতে পারে ডিজিটাল ইন্ডিয়ার জন্য ২০০০ টাকার স্মার্টফোন – রিপোর্ট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo