কোভিড ১৯ বিরুদ্ধে একজোট হলো অ্যাপল ও গুগল, আনতে চলেছে অ্যাপে

কোভিড ১৯  বিরুদ্ধে একজোট হলো অ্যাপল ও গুগল, আনতে চলেছে অ্যাপে
HIGHLIGHTS

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ব্যবহারকারীদের আইসোলেশনে থাকতে হবে কিনা তা সেটি বলে দেবে।

দুই পর্যায়ে এটি আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে।

অ্যাপল এবং গুগল মিলে এমন একটি টেকনোলজি আনছে যা ব্যবহারকারীকে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সম্পর্কে আসলে সতর্ক করে দেবে। এই খবরটি ঘোষনা দুইটি কোম্পানি করেছে।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা রিপোর্টে বলা হয়েছে, সংস্পর্শ শনাক্তকরণ নামের এই প্রযুক্তি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উদ্ভাবন করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ব্যবহারকারীদের আইসোলেশনে থাকতে হবে কিনা তা সেটি বলে দেবে।

দুই পর্যায়ে এটি আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে।

মে মাসের মাঝামাঝির দিক থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদান করতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে যেতে বেশি সময় লাগবে। গুগল এবং অ্যাপল যখন তাদের অপারেটিং সিস্টেমে এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করবে তখন অ্যাপ ডাউনলোড না করেই ব্যবহারকারীরা সরাসরি সেবা নিতে পারবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo